রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২


চাকসু নির্বাচন

প্রথম প্যানেল হিসেবে মনোনয়ন নিলো ‘দ্রোহ পর্ষদ’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি

প্রকাশিত:১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৪

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে। এতে প্রথম প্যানেল হিসেবে মনোনয়ন নিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জোট প্যানেল ‘দ্রোহ পর্ষদ’।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চাকসু নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন নেওয়ার সময় বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইফাজউদ্দিন ইমু।

তিনি বলেন, আমাদের প্যানেলের নাম ‘দ্রোহ পর্ষদ’। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সমন্বয়ে এই জোট প্যানেল গঠন করা হয়েছে। এতে সহ-সভাপতি হিসেবে প্রার্থিতা করবেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক ঋজুলক্ষ্মী অবরোধ। তিনি নাট্যকলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থিতা করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইয়াজউদ্দিন ইমু। তিনি চবির ব্যাংকিং অ্যান্ড ইন্সুইরেন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে লড়বেন ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক শেখ জুনায়েদ কবির। তিনি চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৮ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:২১ বিকেল
মাগরিব ০৬.০৮ সন্ধ্যা
এশা ০৭:২১ রাত

রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫