বৃহঃস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত:১৩ জুলাই ২০২৪, ১২:৪৭

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এই বিক্ষোভ থেকে কুবির প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে পর্যন্ত যান তারা। পরে অবস্থান কর্মসূচিও পালন করা হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, হামলার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন। কিন্তু তাদের ভূমিকা ছিল নেতিবাচক। তাদের সামনেই পুলিশ শিক্ষার্থীদের পিটিয়ে আহত করেছে, গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। সে কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রক্টরকে পদত্যাগ করতে হবে। না হলে আরও কঠোর আন্দোলন করা হবে।

পরে বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প মোড়টিকে ছাত্র আন্দোলন চত্বর হিসেবে নামকরণ করেন তারা। একই সময়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনেও কোটা সংস্কারের জন্য বিক্ষোভ মিছিল করা হয়। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয় সেখানেও।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

বৃহঃস্পতিবার ২১ নভেম্বর ২০২৪