শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১
লম্বা ছেলের অভাবে বিয়ে করতে পারছিলেন না মৌসুমী হামিদ। বেশ কিছুদিন ধরে এমন কথা শোনালেও নতুন বছর হঠাৎ বিয়ের খবর দেন তিনি। গত ১২ জানুয়ারি আবু সায়ইদ রানাকে বিয়ে করেন তিনি। বিয়ের সমস্ত ছবিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেছেন মৌসুমী। এবার সেখানেই জানালেন হানিমুনের খবর।
আজ নিজের ফেসবুকে বরের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করে মৌসুমী লিখেছেন, ‘এটা আমাদের অফিসিয়াল হানিমুন নয়। তবে একেও হানিমুন বলা যেতে পারে।’ দেখে মনে হচ্ছে সাগর পাড়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু কোথায় গিয়েছেন তা স্পষ্ট করেননি অভিনেত্রী। তবে তার ক্যাপশন অনুযায়ী একে আনফিসিয়াল হানিমুন বলা যায়।
মৌসুমীর মতো রানাও শোবিজের সঙ্গে জড়িত। তবে তিনি কাজ করেন ক্যামেরার পেছনে। গত ১০ জানুয়ারী গায়ে হলুদ সম্পন্ন হয় তাদের। ১২ জানুয়ারি সম্পন্ন হয় বিয়ে।
বিনোদন অঙ্গনে মৌসুমীর যাত্রা শুরু লাক্স সুপারস্টার প্রতিযোগিতার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। শুরু থেকেই ব্যস্ত হয়ে পড়েন ছোটপর্দায়। অর্জন করেন জনপ্রিয়তা। কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এছাড়া ওটিটি মাধ্যমে কাজ করেও হয়েছেন প্রশংসিত।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)