বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
ছবি সংগৃহীত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের একটি গ্রুপের ওপর বন্দুকধারীদের গুলিতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ২২ এপ্রিল ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত পর্যটন স্পট পহেলগামে এই ঘটনা ঘটেছে। সেই ঘটনার প্রতিবাদে সোচ্চার বলিউড অভিনেতারা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অক্ষয় কুমার, ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, সিদ্ধার্থ মালহোত্র সহ বেশ কয়েকজন বলি তারকা শোকপ্রকাশ করেছেন। একই সঙ্গে হত্যাকারীদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।
বলিউড লিখাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘পহেলগাম ট্যুরিস্টদের উপর যে ভয়ঙ্কর সন্ত্রাসবাদীদের হামলা ঘটল তাতে সবাই আতঙ্কিত। কীভাবে এই নির্দোষ মানুষগুলোকে মারল! নিহতদের পরিবারের জন্য প্রার্থনা রইল।’
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, পহেলগাম কেন কেন? পহেলগামে হত্যার শিকার চুপ থাকতে পারেন অভিনেতা ভিকি কৌশল। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘পহেলগাম সন্ত্রাসবাদীদের হাতে নির্মম ভাবে খুন হওয়া মানুষগুলোর পরিবারের লোকদের যন্ত্রণার কথা ভাবতেই কষ্ট হচ্ছে। আমার সমবেদনা এবং প্রার্থনা রইল।’
পরিচালক ও প্রযোজক করণ জোহর এক পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘হৃদয়বিদারক ঘটনা! যারা নিজেদের প্রিয়জনকে হারালেন, যে নির্দোষ মানুষগুলোর প্রাণ গেল তাদের জন্য আমার প্রার্থনা রইল।’
জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এই ঘটনার তীব্র বিরোধিতা করে লিখেছেন, ‘জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদীরা সাধারণ মানুষের উপর যে আক্রমণ চালালো সেটা কাপুরুষোচিত। আমার দেশের সেনার ওপর পূর্ণ আস্থা আছে। তাদের কাছে ন্যায় বিচার আশা করব। যেটা করার সেটাই করবেন।’
অভিনেতা সঞ্জয় দত্ত লিখেছেন, ‘ঠান্ডা মাথায় ওরা আমাদের দেশের মানুষগুলোকে খুন করেছে। এটা ক্ষমার অযোগ্য, ভুলতে দেওয়া যাবে না। এই সন্ত্রাসবাদীদের বোঝা উচিত, অপরাধের শাস্তি কি হতে পারে। আমরা এবার চুপ থাকব না। পাল্টা জবাব দিতেই হবে। আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে অনুরোধ করব ওরা যেটার যোগ্য ওদের সেটাই ফিরিয়ে দেন।’
জাহ্নবী কাপুর এক পোস্টে জানিয়েছেন তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন। এই ঘটনায় আরও শোক জানিয়েছেন অভিনেতা সোনু সুদ, অনুপম খের, রবিনা টন্ডন সহ অনেক প্রতিবাদে সরব হয়েছেন।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)