বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২


কোটি টাকার সিনেমার চেয়ে ভ্লগ করে বেশি আয় করছেন ফারাহ খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত:৬ নভেম্বর ২০২৫, ২০:০৭

ফাইল ছবি

ফাইল ছবি

বলিউডের অন্যতম প্রভাবশালী নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান। শুরুতে নৃত্য প্রশিক্ষক হিসেবে হৃতিক রোশন থেকে শাহরুখ খান- সবার নাচের গুরু ছিলেন তিনি। এরপর ‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’-এর মতো সুপারহিট সিনেমা দিয়ে পরিচালনায় এসেও নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন।

কিন্তু সম্প্রতি তার নেওয়া একটি সিদ্ধান্ত যেন চমকে দিল তার ভক্তদের। প্রায় তিন দশকের সফল কর্মজীবন সামলে এখন নিয়মিত হয়েছেন ভ্লগিংয়ে।

ফারাহর দুটি সিনেমা মুখ থুবড়ে পড়ে বক্সঅফিসে। তার মধ্যে ‘তিস্‌ মার খান’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’। এতে ফারাহর অনেক টাকার ক্ষতি হয়। তবে নৃত্যপ্রশিক্ষক হিসেবে কাজ চালিয়ে যাচ্ছিলেন।

ফারাহ জানান, একটা সময় যখন আর সফল ছবি দিতে পারছিলেন না, তখন বাড়িতে বসে ইউটিউবে চ্যানেল খোলার কথা মাথায় আসে তার। তিনি তার বাড়ির রাঁধুনিকে নিয়ে শুরু করেন ‘ভ্লগিং’। সেটাই যেন মনে ধরে যায় দর্শকদের।

এই নির্মাতা এও জানান, বর্তমানে ‘ভ্লগিং’ থেকে যা উপার্জন করেন, তা ৩০০ কোটির সিনেমার সাফল্যের থেকেও বেশি। তিনি ঠিক কতটা উপার্জন করেন, সেই বিষয়ে সরাসরি কিছু না জানালেও ইউটিউবের ‘ব্র্যান্ড কোলাবরেশন’ করলে তার পারিশ্রমিক নাকি ৫০ লক্ষ থেকে ২ কোটি রুপি।

এদিকে পরিচালনা ছেড়ে ‘ভ্লগ’ করার কারণ হিসেবে ফারাহ বলেন, ‘আমার ছবি চলছিল না। সেই সময়ে মনে হল ইউটিউবে চ্যানেল খুলি। আমার কাজ ভাল লেগে যায় দর্শকের। এ ছাড়াও আমার তিন ছেলেমেয়ে আগামী বছর বিশ্ববিদ্যালয়ে যাবে পড়তে। সেটার বিশাল একটা খরচ রয়েছে। সেই জন্যই এই কাজটা শুরু করি।’ এই বলিউড তারকা এও জানান, যদি শরীর সায় দেয়, তা হলে তিনি ৮০ বছর পর্যন্ত কাজ করে যাবেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:৩৩ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ৪: ১২ বিকেল
মাগরিব ৫: ৫৫ সন্ধ্যা
এশা ০৭: ০৮ রাত

বৃহঃস্পতিবার ৬ নভেম্বর ২০২৫