বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২
ছবি-সংগৃহীত
উত্তর-পূর্ব থাইল্যান্ডে একটি যাত্রী ট্রেনের ওপর নির্মাণ ক্রেন পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জন।
বুধবার (১৪ জানুয়ারি) নাখন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলায় এই ঘটনাটি ঘটে। ট্রেনটি ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশ্যে যাচ্ছিল।
পরিবহন মন্ত্রী ফিফাত রাতচাকিতপ্রাকর্ণ জানান, ট্রেনে ১৯৫ জন যাত্রী ছিলেন। নিহতরা ক্রেনের আঘাতপ্রাপ্ত তিনটি বগির মধ্যে দুটি বগিতে ছিলেন। তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটি রেল প্রকল্পের নির্মাণ সাইটের নিচ দিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ ক্রেনটি ধসে পড়ে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এরপর ট্রেনটি লাইনচ্যুত হয় এবং ছোট একটি অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় বাসিন্দা মিত্র ইন্ত্রপান্যা জানান, সকালে তিনি শব্দ শুনে ঘটনাস্থলে যান। ক্রেনটি দ্বিতীয় বগির মাঝ বরাবর আঘাত করেছে এবং সেটি অর্ধেক ভাগ হয়ে গেছে।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে থাইল্যান্ড পুলিশ। উদ্ধার কাজ এবং অগ্নি নিয়ন্ত্রণের কাজ এখনো চলছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)