রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২
ফাইল ছবি
অ্যাপ নিয়ন্ত্রিত গাড়িতে অপ্রত্যাশিত অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার ঘটনা নতুন না। এবার সে তালিকায় ভারতীয় সিরিয়ালের অভিনেত্রী রুহানিকা ধাওয়ানের নাম। ভয়াবহ অভিজ্ঞতার জানালেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
কলেজ থেকে ফেরার পথে রুহানিকার সঙ্গে ঘটেছে ঘটনাটি। তিনি জানান, প্রতিদিন অ্যাপ ক্য়াবে চড়ে বাড়ি ফেরেন। একই রাস্তা দিয়ে যাতায়াত করতেন। তাই রাস্তাটি চেনা ছিল। একদিন অন্য রাস্তায় ঢুকে পড়ে অ্যাপ ক্যাব চালক। জিপিএস থাকা সত্ত্বেও কেন অন্য রাস্তা দিয়ে যাচ্ছে অ্যাপ ক্যাব, তা বুঝতে পারেনি অভিনেত্রী। নিষেধ করলেও শোনেননি চালক। অচেনা পথেই যেতে থাকেন।
এ অবস্থায় চেচামেচি শুরু করেন অভিনেত্রী। অবস্থা বেগতিক দেখে গাড়ি থামান চালক। আর দেরি করেননি রুহানিকা। দ্রুত বের হন এবং দৌড়ে মেট্রোতে গিয়ে ওঠেন। ওই মেট্রো করেই বাড়ি ফেরেন সেদিন।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির হাত থেকে বাঁচলেও আতঙ্ক পিছু ছাড়েনি অভিনেত্রীর। আজও ক্যাবে চড়লে অজানা ভয় তাড়া করে তাকে। মুম্বাইয়ের রাতসায় এমন ঘটনার পর নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)