বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১


ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি ইউএসএইড, বললেন মোদির উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:২৭

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের ‘ডিপার্টমেন্ট অব গভার্নমেন্ট এফিসিয়েন্সি’ (ডিওজিই) গতকাল রোববার বাংলাদেশ ও ভারতে অর্থ সহায়তা বন্ধ করার ঘোষণা দেয়।

তারা জানায়, ভারতে ‘ভোটার উপস্থিতি বাড়াতে’ ২১ মিলিয়ন এবং বাংলাদেশের রাজনৈতিক দৃশ্য শক্তিশালীকরণে ২৯ মিলিয়ন ডলার দিত যুক্তরাষ্ট্রের দাতব্য সংস্থা ইউএসএইড। এখন থেকে এই ক্ষেত্রে অনুদান বাতিল করা হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে ডিওজিই-এর দায়িত্ব নেন ইলন মাস্ক। তাকে মার্কিন সরকারের ‘অপ্রয়োজনীয়’ ব্যয় কমানোর দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকেই দাতব্য সংস্থা ইউএসএইডের বিরুদ্ধে লেগেছেন তিনি।

তবে ইউএসএইডের এই অর্থ ভারত ও বাংলাদেশে কে পেয়েছে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপদেষ্টা সঞ্জীব সানইয়াল। তিনি বলেছেন, ইউএসএইড হলো মানব ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি। ভারতীয় এ উপদেষ্টা বলেন, “কে ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে ২১ মিলিয়ন ডলার পেয়েছে এবং খরচ করেছে, কে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্য শক্তিশালীকরণ ২৯ মিলিয়ন ডলার পেয়েছে, জানতে পারলে আমি খুব খুশি হতাম।”

এদিকে ডিওইজি ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর অর্থ বরাদ্দ বাতিলের ঘোষণা দেওয়ার পর এ নিয়ে দেশটিতে বেশ আলোচনা শুরু হয়েছে। বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি দাবি করেছে, বিদেশি শক্তিরা তাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে। তবে দেশটির সাবেক নির্বাচন কমিশনার এসওয়াই কুরাইশি বলেছেন, ইলন মাস্কের ডিওইজির এ দাবি সম্পূর্ণ ‘ভিত্তিহীন’।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বৃহঃস্পতিবার ৩ এপ্রিল ২০২৫