শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২


ট্রাম্পের হুমকিতে কুপোকাত, রুশ তেল কেনা বন্ধ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:৩১ জুলাই ২০২৫, ২১:৩১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাশিয়ার তেলের ওপর ছাড় হ্রাস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুঁশিয়ারিতে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল ক্রয় বন্ধ করে দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিভিন্ন তেল কোম্পানি। রুশ তেল ক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও বর্তমানে সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা ভারতের রাষ্ট্রায়ত্ত বিভিন্ন তেল কোম্পানি বেকায়দায় পড়েছে। রুশ তেলে ছাড় কমে যাওয়ায় এবং মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারিতে এসব কোম্পানি রাশিয়ার কাছ থেকে গত সপ্তাহে কোনও তেল ক্রয় করেনি।

সূত্রগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি প্রধান তেল পরিশোধন কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি), হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন (এইচপিসিএল), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসিএল) এবং ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস (এমআরপিএল) গত এক সপ্তাহে রাশিয়ান তেলের কোনও ক্রয়াদেশ দেয়নি।

তবে আইওসি, এইচপিসিএল, বিপিসিএল, এমআরপিএল এবং ভারতের কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন এই চার তেল পরিশোধন কোম্পানি সাধারণত সরবরাহের ভিত্তিতে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল ক্রয় করে। তবে বর্তমানে ভারতীয় এসব কোম্পানি তেলের বিকল্প উৎসের খোঁজে স্পট মার্কেটে ঝুঁকছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের আবু ধাবির মুরবান ক্রুড ও পশ্চিম আফ্রিকার তেল ক্রয়ের বিষয়ে চিন্তা-ভাবনা করছে ভারত।

ভারতের বিভিন্ন তেল কোম্পানির তেল পরিশোধনের সক্ষমতা দৈনিক প্রায় ৫২ লাখ ব্যারেল। এর মধ্যে রাষ্ট্রীয় পরিশোধন কোম্পানিগুলোর ৬০ শতাংশেরও বেশি তেল পরিশোধন সক্ষমতা রয়েছে। যদিও দেশটির বেসরকারি তেল পরিশোধন কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও নায়ারা এনার্জি রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা।

গত গত ১৪ জুলাই ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়া বড় ধরনের শান্তিচুক্তিতে না পৌঁছালে রাশিয়ান তেল কেনা দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এরপর বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ভারতের বিরুদ্ধে ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি রুশ তেল কেনায় অতিরিক্ত জরিমানা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার ট্রুথ স্যোশালে দেওয়া আরেক পোস্টে তিনি বলেছেন, মস্কোর সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়ে তার কিছু যায় আসে না। এই দুই দেশ চাইলে একসঙ্গে তাদের ‘‘মরা অর্থনীতি’’ ধ্বংস করতেই পারে।

ট্রাম্প বলেন, ‘‘ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, তাতে আমার কিছু আসে যায় না। চাইলে তারা একসঙ্গে নিজেদের মৃত অর্থনীতি ডুবিয়ে দিতে পারে। আমরা ভারতের সঙ্গে খুব সামান্য ব্যবসা করি। তাদের শুল্কহার অনেক বেশি—বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শুল্ক আরোপকারী দেশের একটি। একইভাবে, রাশিয়ার সঙ্গেও যুক্তরাষ্ট্রের তেমন কোনও বাণিজ্য নেই। আমি চাই, এই অবস্থাই থাকুক।’’

সূত্র: রয়টার্স।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৬ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪৩ বিকেল
মাগরিব ০৬.৪৫ সন্ধ্যা
এশা ০৮:৫ রাত

শুক্রবার ১ আগস্ট ২০২৫