সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংবাদমাধ্যম ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে।
নিউইয়র্কের ব্রুকলিন বাঙালি অধ্যুষিত এলাকা। এর আগে, জুলাই মাসের শেষদিকে ম্যানহাটনে আরেক হামলায় চারজন নিহত হন। তাদের একজন ছিলেন নিউইয়র্ক পুলিশের সদস্য। এই পুলিশ সদস্য বাংলাদেশি ছিলেন।
স্থানীয় সময় রবিবার (১৭ আগস্ট) ভোররাত ৩টা ৩০ মিনিটের কিছু আগে ক্রাউন হাইটস এলাকার ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে অবস্থিত “টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ” নামের রেস্তোরাঁ বন্ধ হওয়ার সময় এ গুলির ঘটনা ঘটে।
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, “রাত ৩টা ২৭ মিনিটে একাধিক ৯১১ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক মিনিটের মধ্যেই পুলিশ রেস্তোরাঁয় ঢুকে একাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে।”
তিনি আরও বলেন, “একাধিক বন্দুকধারী এ হামলায় জড়িত ছিল। ঘটনাস্থল থেকে অন্তত ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে, যা বিভিন্ন আগ্নেয়াস্ত্র থেকে ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
টিশ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেস্তোরাঁর ভেতরে কোনো বিরোধ থেকে এ গুলির ঘটনা ঘটে। ভুক্তভোগীদের মধ্যে কেউ কেউ এতে জড়িত থাকলেও এখানে নিরপরাধ লোকও ছিলেন।”
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজনই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ২৭, ৩৫ এবং অপর এক ব্যক্তির বয়স এখনও নিশ্চিত করা যায়নি। আহতদের বয়স ২৭ থেকে ৬১ বছরের মধ্যে। মোট ১১ জন ভুক্তভোগীর মধ্যে আটজন পুরুষ এবং তিনজন নারী।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেন, “এটি একটি ভয়াবহ বন্ধুক হামলা। কয়েক সপ্তাহের মধ্যে এটি শহরে দ্বিতীয় গুলির ঘটনা। জুলাইয়ের শেষদিকে ম্যানহাটনে আরেক হামলায় চারজন নিহত হন। তাদের একজন ছিলেন নিউইয়র্ক পুলিশের সদস্য।”
তিনি আরও বলেন, “এ ধরনের হামলা শুধু পরিবার নয়, পুরো সম্প্রদায় ও শহরকে ক্ষতিগ্রস্ত করে। আমরা ইতোমধ্যে রাস্তাঘাট থেকে ২২ হাজারের বেশি অবৈধ অস্ত্র সরিয়ে নিয়েছি।”
পুলিশ এখনও কোনো হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান শুরু হয়েছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)