শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২


শান্তি বেশি দূরে নয় : পুতিনের সঙ্গে বৈঠকের পর এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৬

ফাইল ছবি

ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন-রাশিয়া শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে চান। রাশিয়া ও ইউক্রেনের মাঝে শান্তি স্থাপন খুব বেশি দূরে নয় বলেও প্রত্যাশা করেছেন তিনি।

শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তুর্কমেনিস্তানে বৈঠক করেছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধের অবসান ঘটাতে ‌‌‘‘ব্যাপক শান্তি প্রচেষ্টা’’ মূল্যায়ন করছেন তারা। ইউক্রেন শান্তি প্রচেষ্টায় সমর্থন করার জন্য তুরস্কের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

তুর্কমেনিস্তান থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, ‘‘পুতিনের সঙ্গে এই বৈঠকের পর আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার সুযোগ পাওয়ার আশা করছি। শান্তি খুব দূরে নয়; আমরা তা দেখতে পাচ্ছি।’’

তুর্কমেনিস্তানে শুক্রবারের বৈঠকে পুতিনকে এরদোয়ান বলেছেন, যুদ্ধের ক্ষেত্রে জ্বালানি স্থাপনা ও বন্দর কেন্দ্র করে সীমিত যুদ্ধবিরতি সব পক্ষের জন্য উপকারী হতে পারে।

শনিবার প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে এরদোয়ান বলেছেন, ‘‘কৃষ্ণসাগরকে যুদ্ধক্ষেত্র হিসেবে দেখা উচিত নয়। এমন পরিস্থিতি রাশিয়া ও ইউক্রেনউভয়েরই ক্ষতি করবে।

তিনি বলেন, কৃষ্ণসাগরে সবার জন্য নিরাপদ নৌ চলাচল প্রয়োজন। এটি নিশ্চিত করতে হবে।

ইউক্রেনীয় কয়েকজন কর্মকর্তা ও একটি জাহাজের মালিক বলেছেন, ‘‘শুক্রবার ইউক্রেনের দুটি বন্দরে হামলা চালায় রাশিয়া। এতে খাদ্যসামগ্রী বহনকারী একটি জাহাজসহ তুরস্কের মালিকানাধীন তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। কয়েক দিন আগেই মস্কো ইউক্রেনকে সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিল।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৫:০৭ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ৩: ৩৬ বিকেল
মাগরিব ৫:১৫ সন্ধ্যা
এশা ০৬: ৩৩ রাত

শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫