রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২


ইরানে বিক্ষোভ দমনে কঠোর সরকার, ছোড়া হচ্ছে ‘তাজা গুলি’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১১ জানুয়ারী ২০২৬, ০৯:৪৫

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

ইরানের নিরাপত্তা বাহিনী দেশজুড়ে বিক্ষোভ দমন করতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে। ৪৮ ঘণ্টার মধ্যে অন্তত ২ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

রোববার (১১ জানুয়ারি) লন্ডন থেকে পরিচালিত সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তেহরানের দক্ষিণে কাহরিজাক থেকে পাঠানো ভিডিওতে দেখা গেছে, গুলিতে নিহত কয়েকজনের মরদেহ ব্যাগে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সেখানে কয়েক ডজন মৃতদেহ রয়েছে, আর প্রতিবেশী একটি শিল্প শেডেও আরো মরদেহ রাখা আছে।

ফারদিস (কারাজ) এবং তেহরানের পূর্বাঞ্চলের আলগাদির হাসপাতাল থেকেও এমনই ভিডিও এসেছে, যেখানে মৃতদেহ মাটিতে পড়ে আছে। এসব ভিডিও ইঙ্গিত করছে যে, হত্যাকাণ্ড শুধু নির্দিষ্ট কিছু শহরে সীমাবদ্ধ নয়।

৮ জানুয়ারি থেকে দেশজুড়ে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ থাকায় পরিস্থিতির সঠিক চিত্র পাওয়া কঠিন। তবে সীমিত চ্যানেলের মাধ্যমে আসা তথ্যের পরিমাণ এবং সামঞ্জস্য দেখে মনে হচ্ছে, বিক্ষোভ দমন করতে ব্যাপকভাবে প্রাণঘাতী শক্তির ব্যবহার করা হচ্ছে।

উত্তরাঞ্চলের রাশতের এক চিকিৎসক জানিয়েছেন, শুধু তার হাসপাতালে ৭০টির বেশি মৃতদেহ এসেছে। ফারদিস ও তেহরানের কিছু অংশে সহিংসতা তীব্র আকার ধারণ করেছে। তবে ইলাম ও কেরমানশাহসহ অন্যান্য পশ্চিমাঞ্চলের শহর থেকেও একই ধরনের খবর পাওয়া যাচ্ছে।

ইন্টারনেট প্রায় বন্ধ থাকলেও স্টারলিংক ব্যবহারকারীদের মাধ্যমে সীমিত ভিডিও এবং বার্তা দেশের বাইরে পৌঁছাচ্ছে। এই ব্যবহারকারীরা প্রধানত শহর ও ধনী অঞ্চলে থাকায় দেশের অনেকাংশে দৃশ্যমানতা কম। তবুও সাংবাদিকরা জানিয়েছেন, দেশজুড়ে বিক্ষোভ চলমান রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে স্বাধীনভাবে তথ্য যাচাই করা খুবই কঠিন হয়ে পড়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৫:২৩ - ৬:৩৮ ভোর
যোহর ১২:০৬ - ৩:৪৪ দুপুর
আছর ৩:৫৪ - ৫:২৫ বিকেল
মাগরিব ৫:৩০ - ৬:৪৫ সন্ধ্যা
এশা ৬:৫০ - ৫:১৮ রাত

রবিবার ১১ জানুয়ারী ২০২৬