শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনের জেরে এবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সহযোগী ও ঘনিষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বার্তা সংস্থা এপির।
এদের মধ্যে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনসিএস) সেক্রেটারি আলি লারিজানিসহ দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারাও রয়েছেন। বিক্ষোভকারীদের দমন-পীড়নের অভিযোগ তুলে নিষেধাজ্ঞাটি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।
এক ভিডিওবার্তায় বিষয়টি নিয়ে এক বিবৃতি দেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যান্য সরকারি কর্মকর্তাদের নাম প্রকাশ করা হয়নি।
এই সিদ্ধান্তের ফলে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিদের সম্পদ যুক্তরাষ্ট্রে জব্দ করা হবে এবং মার্কিন নাগরিকদের সাথে তাদের ব্যবসা অবৈধ বলে বিবেচিত হবে।
গত ডিসেম্বরে ইরানে মূল্যম্ফীতির কারণে বিক্ষোভ শুরু হলেও পরে তা সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হয়। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনে প্রায় সাড়ে তিন হাজার মানুষের প্রাণহানি হয়েছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)