শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
দক্ষিণ ফ্রান্সের একটি ব্যাটারি রিসাইক্লিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় এতে অন্তত ৯০০ টন পরিমাণের লিথিয়াম ব্যাটারি মজুদ ছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
স্থানীয় কাউন্সিলর প্যাসকেল ম্যাজেট এক্স-এর একটি বিবৃতিতে বলেছেন, ‘তুলুজের উত্তরে ভিভিয়েজে ফরাসি রিসাইক্লিং গ্রুপ এসএনএএম-এর মালিকানাধীন একটি গুদামে শনিবার আগুন লাগে।’
লিথিয়াম ব্যাটারি মূলত ফোন, বৈদ্যুতিক গাড়ি ও বৈদ্যুতিক ডিভাইসে ব্যবহার করা হয়। এতে দাহ্য পদার্থ থাকে। ফলে তাপের সংস্পর্শে এলেই ভয়ানক অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। তাই কারখানার পরিস্থিতি খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে।
ফরাসি সংবাদ মাধ্যম লা মন্দে জানিয়েছে, ৭০ জন দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অ্যাভেরন প্রিফেকচারের স্থানীয় কর্মকর্তা চার্লস গিউস্টি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আশপাশে বাসিন্দাদের কোনো বিপদ নেই।’
অন্যদিকে প্রিফেকচার এক বিবৃতিতে জানিয়েছে, ‘আগুন নিয়ন্ত্রণে থাকার সময় এটি ধীরে ধীরে জ্বলছিল। এভাবে কয়েক ঘণ্টা ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে।’
অগ্নিকান্ডের ফলে কারখানা থেকে ক্যাডমিয়াম নির্গত হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যাডমিয়াম অত্যন্ত বিষাক্ত ও পরিবেশের জন্য বিপজ্জনক। তাই বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
একই ঘটনা গত বছরের জানুয়ারিতেও ঘটেছিল। উত্তর ফ্রান্সের নরম্যান্ডিতে গাড়ির উপাদান ও হাজার হাজার লিথিয়াম ব্যাটারির একটি গুদামে বড় অগ্নিকাণ্ড ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দমকলকর্মীরা তখন বলেছিলেন, ‘বিপজ্জনক বায়ু নির্গত হয়ে বায়ু দূষণের কোনো সম্ভাবনা নেই।’
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)