শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১


প্রিজাইডিং অফিসার লাঞ্ছিত

সাবেক চেয়ারম্যান শাহিনকে অভিযুক্ত করে চার্জশিট

আদালত প্রতিবেদক

প্রকাশিত:৫ ডিসেম্বর ২০২৪, ১৪:৪১

ফাইল ছবি

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনের তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মোসলেম রেজাকে লাঞ্ছিতের মামলায় কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে শাহীন চেয়ারম্যানকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আদালত সূত্রে চার্জশিট দাখিলের বিষয়টি জানা গেছে। মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল হাসান গত ১৯ সেপ্টেম্বর আদালতে চার্জশিট জমা দেন।

আগামী ২৮ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি শুনানির জন্য ধার্য রয়েছে।

গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন চলাকালে লাঞ্ছিতের ঘটনায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় প্রিজাইডিং অফিসার মোসলেম রেজা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নির্বাচন আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়। প্রিজাইডিং অফিসার মোছলেম রেজা কেরানীগঞ্জ জেলার পল্লী বিদুৎ উন্নয়নের এজিএম হিসাবে কর্মরত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:১৭ ভোর
যোহর ১১:৫৯ দুপুর
আছর ০৩:৪৩ বিকেল
মাগরিব ০৫:২২ সন্ধ্যা
এশা ০৬:৪০ রাত

শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪