বৃহঃস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২


বিপিএল ফাইনাল নিয়ে যে পরিকল্পনা রাজশাহী-চট্টগ্রামের

খেলা ডেস্ক

প্রকাশিত:২২ জানুয়ারী ২০২৬, ১৯:০১

ফাইল ছবি

ফাইল ছবি

বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহীকে হারিয়ে সবার আগে ফাইনালের টিকেট নিশ্চিত করেছিল চট্টগ্রাম। এবার ফাইনালেও সেই রাজশাহীকেই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে চট্টগ্রাম। অন্যদিকে কোয়ালিফায়ারে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে রাজশাহী।

ফাইনালে নামার আগে চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী বলেন, 'ফাইনালে যেহেতু উঠেছি, শিরোপার স্বপ্ন কেন দেখব না ভাই? সবাই দেখবে। তবে আগামীকালের দিনটা যাদের ওপর থাকবে, তারাই ভালো ক্রিকেট খেলবে। সব ডিপার্টমেন্টে যারা ভালো করবে তারাই শিরোপা জিতবে। তবে আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারই চায় শিরোপা জিততে। সবার ভিতরে সেই ক্ষুধাটা আছে। হোপ ফর দা বেস্ট! দেখা যাক, কী হয় কালকে।'

'বিপিএলে ওয়ান অব দা বেস্ট দল আমার মনে হয় রাজশাহী। খুব ভারসাম্যপূর্ণ দল। সব ডিপার্টমেন্টে রাজশাহীর খুব ভালো প্লেয়ার আছে। তারা পুরা বিপিএলে ভালো ক্রিকেট খেলেছে। রাজশাহী দল সব চেয়ে বেশি ভালো লেগেছিল এই বছর।'

ফাইনাল জেতা নিয়ে মেহেদী বলেন, 'রংপুরও ভালো ছিল সব দিক থেকে। দুর্ভাগ্যজনকভাবে তারা উঠতে পারেনি ফাইনালে। তবে রাজশাহী ওয়ান অফ দা বেস্ট টিম আমার কাছে মনে হয়। রাজশাহীর সঙ্গে আমাদের তিনটা ম্যাচ খেলা হয়েছে, তাদের সম্পর্কে ভালো পড়াশোনা করা হয়েছে। দেখা যাক কাল যদি ভালোভাবে এপ্লাই করতে পারি, আমাদের ফেভারেও আসতে পারে।'

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৫:২৪ - ৬:৩৮ ভোর
যোহর ১২:০৯ - ৩:৫০ দুপুর
আছর ৪:০০ - ৫:৩১ বিকেল
মাগরিব ৫:৩৬ - ৬:৫০ সন্ধ্যা
এশা ৬:৫৫ - ৫:১৯ রাত

বৃহঃস্পতিবার ২২ জানুয়ারী ২০২৬