মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১


নতুন দলের নিবন্ধন: ইসির গণবিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের রুল

আদালত প্রতিবেদক

প্রকাশিত:১৮ মার্চ ২০২৫, ১৩:০৯

ফাইল ছবি

ফাইল ছবি

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন (ইসি) যে গণবিজ্ঞপ্তি জারি করেছিল, তা স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে, এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৮ মার্চ) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী নেতৃত্বাধীন হাইকোর্ট এই আদেশ দেন।

এ সংক্রান্ত রিট দায়ের করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম। রিটটি দায়ের হয় সোমবার (১৭ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়। রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী হাসনাত কাইয়ুম বলেন, ‘আমরা রিটে কয়েকটি বিষয়কে চ্যালেঞ্জ করেছি, যার মধ্যে অন্যতম হলো—ইসির আইন অনুযায়ী রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কমপক্ষে ১০০ উপজেলা ও ২২ জেলায় দলের কমিটি থাকতে হবে। কিন্তু পাহাড়ি জনসংখ্যা অধ্যুষিত তিন জেলায় মাত্র ২০টি উপজেলা রয়েছে। ফলে ওই এলাকার জনগণ রাজনৈতিক দল গঠন করতে পারবেন না। এতে করে পাহাড়ি জনগোষ্ঠী রাজনৈতিক দল গঠনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।’

তিনি আরও বলেন, রিটে ইসির গণবিজ্ঞপ্তি বাতিলেরও নির্দেশনা চাওয়া হয়েছে।

গত ১০ মার্চ, ইসি রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে রাজনৈতিক দলগুলোকে আগামী ২০ এপ্রিলের মধ্যে নিবন্ধন করতে আবেদন জানানো হয়েছিল।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৪৯ ভোর
যোহর ১২:০৭ দুপুর
আছর ০৪:২৮ বিকেল
মাগরিব ০৬:০৯ সন্ধ্যা
এশা ০৭:২৪ রাত

মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫