রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১


প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাইলে মাথায় রাখুন ৩ বিষয়

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত:২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সম্পর্ক শেষ হয়ে যাওয়া মানেই যোগাযোগ শেষ হয়ে যাওয়া, তা কিন্তু নয়। অন্তত বর্তমান প্রজন্ম সেই তত্ত্বে বিশ্বাসী নয়। সম্পর্ক শেষ হয়ে গেলেও প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব ভেঙে ফেলায় কোনো যুক্তি খুঁজে পান না অনেকেই। তবে অতীত সঙ্গে নিয়ে চলার কিছু কৌশল রয়েছে। তা না হলে মুশকিলে পড়তে হতে পারে।

১. সম্পর্ক না থাকলেও আবেগের পারদের পাল্লা অনেক সময় ভারী থাকে। আবেগতাড়িত হয়ে প্রাক্তন সঙ্গীকে দেখলেই বর্তমান জীবনচিত্র বিস্তারিত জানানোর কোনো দরকার নেই। আবার উল্টোদিকের মানুষের জীবন নিয়ে কৌতূহল দেখানোরও প্রয়োজন পড়ে না। আবেগের ক্ষয় হয়েছিল বলেই সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। সেটা ভুলে গেলে চলবে না। তাই আপনার জীবনকাহিনি শুনে প্রাক্তন সঙ্গী সহানুভূতিশীল হবেন, তার কোনো মানে নেই।

২. অতীতে যা হয়ে গিয়েছে, তা নিয়ে নতুন করে কথা বলার দরকার নেই। আপনার সঙ্গে কী ঠিক হয়েছে, আপনি কী ভুল করেছেন, কেমন ব্যবহার করেছেন প্রাক্তন সঙ্গী, এসব নিয়ে আলোচনা না হওয়াই শ্রেয়। পুরনো স্মৃতির ঝাঁপি খুলে বসলে মনে হবে, আপনি অতীত কাটিয়ে সামনে এগিয়ে যেতে পারেননি।

৩. প্রাক্তন সঙ্গীর সঙ্গে সামাজিকতাটুকু বজায় রাখা যেতেই পারে। কিন্তু ঘন ঘন যোগাযোগ এড়িয়ে চলুন। সম্পর্ক ভেঙে গিয়েছে যখন, তখন একটা পরিমিত বোধ থাকা জরুরি। যতটুকু যোগাযোগ দু'জনের পক্ষে সম্মানজনক, ততটুকুই বজায় রাখুন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:১২ ভোর
যোহর ১২:১৩ দুপুর
আছর ০৪:২০ বিকেল
মাগরিব ০৬:০০ সন্ধ্যা
এশা ০৭:১৩ রাত

রবিবার ২৩ ফেব্রুয়ারি ২০২৫