রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২


Friendship Day 2025

আজ বন্ধু দিবস: বন্ধুত্বের বন্ধনে উদযাপন হোক ভালোবাসা

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত:৩ আগষ্ট ২০২৫, ১১:৩৭

ছবি ‍সংগৃহিত

ছবি ‍সংগৃহিত

বন্ধুত্ব—একটি এমন সম্পর্ক, যা রক্তের বন্ধনে গড়া নয়, কিন্তু মনের গভীর টানে গড়া। পরিবার থেকে পাওয়া না গেলেও বন্ধুত্বে মেলে নির্ভরতা, সান্ত্বনা আর নিঃস্বার্থ ভালোবাসা। আর এই বিশেষ সম্পর্ককে উদযাপন করতে প্রতি বছর আগস্ট মাসের প্রথম রোববার পালন করা হয় বন্ধু দিবস। ২০২৫ সালে আজ, ৩ আগস্ট, সারা বিশ্বে পালিত হচ্ছে এই সম্পর্কের উৎসব—‘Friendship Day’।

বন্ধু দিবসের ইতিহাস

বন্ধু দিবসের সূচনা হয় ১৯৫৮ সালে দক্ষিণ আমেরিকার প্যারাগুয়েতে। পরে ১৯৯৮ সালে ইউনেসকো 'Friendship' শব্দটিকে স্বীকৃতি দেয় ‘শান্তি সংস্কৃতি’ গঠনে এক অনন্য কৌশল হিসেবে। বর্তমানে ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশে আগস্টের প্রথম রোববার পালন করা হয় বন্ধু দিবস।

বন্ধুত্বের গুরুত্ব

বন্ধুত্ব শুধু সুখের নয়, দুঃখের সঙ্গীও বটে। জীবনের নানা চ্যালেঞ্জে পাশে থাকা একজন বন্ধুই পারে আপনার মানসিক ভার লাঘব করতে। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত বন্ধুদের সঙ্গে সময় কাটান, তারা মানসিকভাবে বেশি স্থিতিশীল ও সুখী থাকেন। বন্ধু মানে—চোখে চোখ রেখে বলার কেউ একজন, ‘তুই আছিস বলেই তো সব পারি!’

বন্ধু দিবসে যা করা যায়:

প্রিয় বন্ধুকে একটি চিঠি বা মেসেজ লিখে দিন, মনে করিয়ে দিন তার গুরুত্ব
একসঙ্গে সময় কাটান—কফি, সিনেমা বা প্রিয় কোনো জায়গায় ঘুরে আসুন
পুরোনো ছবি শেয়ার করে স্মৃতি রোমন্থন করুন
ছোট উপহার দিয়ে বন্ধুকে চমকে দিন
সোশ্যাল মিডিয়ায় বন্ধুর প্রশংসা করে পোস্ট দিন

বন্ধু দিবসের উপহার আইডিয়া:

কাস্টমাইজড মগ/টি-শার্ট
বন্ধুর প্রিয় বই
হ্যান্ডমেড উপহার
বন্ধুর প্রিয় খাবার রান্না করে চমক
একসঙ্গে তোলা ফ্রেমবন্দি ছবি

বন্ধুত্ব টিকিয়ে রাখার কিছু সহজ টিপস:

যোগাযোগ রাখুন, শুধুই দরকারে নয়
ঝগড়া হলেও ক্ষমা করতে শিখুন
বন্ধুর সাফল্যে আন্তরিকভাবে খুশি হোন
সময় দিন—বন্ধুত্বের যত্ন নিতে হয়
বিশ্বাস ও সম্মান বজায় রাখুন সবসময়

বন্ধু হলো সেই ব্যক্তি, যার পাশে দাঁড়াতে কোনো প্রাপ্তির প্রয়োজন হয় না। বন্ধু দিবস কেবল একটি দিন নয়, বরং এটি মনে করিয়ে দেয়—ভালোবাসা, নির্ভরতা ও সহমর্মিতার বন্ধনগুলো যত্নের দাবি রাখে। আজকের দিনে একটু সময় বের করে বলুন—‘ধন্যবাদ বন্ধু, তুই আছিস বলেই জীবনটা এত সুন্দর’।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৮ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪৪ সন্ধ্যা
এশা ০৮:৩ রাত

রবিবার ৩ আগস্ট ২০২৫