বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
ছবি সংগৃহীত
জীবিত থেকেও ভোটার তালিকায় মৃত; দেশে এমন ভোটার রয়েছেন ১৬৯ জন। যাদের জিন্দা লাশের সঙ্গে তুলনা করলেও ভুল হবে না। এক্ষেত্রে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে এ ধরনের ভোটাররা।
সম্প্রতি নির্বাচন কমিশনের তৈরি করা জীবিত অথচ মৃত স্ট্যাটাসে থাকা ভোটার তথ্য সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, জীবিত থেকেও মৃত এমন ভোটাররা নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়; তবে আমরা চেষ্টা করছি এ সমস্যা সমাধানের।জীবিত থেকেও মৃত এমন ভোটারের সংখ্যা আগে অনেক ছিলো। এখন তো অনেক কম রয়েছে। অতিদ্রুত তাদেরও জীবিত স্ট্যাটাসে নিয়ে আসা হবে।
প্রতিবেদনে থেকে জানা যায়, জীবিত থেকে মৃত এমন ভোটার বরিশাল অঞ্চলে (ইসি’র প্রশাসনিক অঞ্চল) রয়েছেন ৮ জন, সবচেয়ে বেশি চট্টগ্রাম অঞ্চলে ৪৫ জন, কুমিল্লায় ১৮ জন, ঢাকা অঞ্চলে রয়েছেন ১৪ জন, খুলনায় ৩৫ জন, ময়মনসিংহে জীবিত থেকে মৃত এমন ভোটার রয়েছেন ৩ জন, রাজশাহী এবং রংপুর অঞ্চলে রয়েছেন যথাক্রমে ৪ ও ৬ জন, সিলেট অঞ্চলে এমন ভোটার রয়েছেন ৩৬ জন।
ইসি সূত্র জানায়, সবশেষ হালনাগাদের তথ্য অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হলে জুনে আরও একটি ভোটার তালিকা প্রকাশ করবে ভোট আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থাটি। এতে দেশে আরও ৬০ লাখের বেশি ভোটার যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)