শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২


এক সপ্তাহ পর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৪ জুন ২০২৫, ০১:১২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

এক সপ্তাহ পর ঢাকার আগারগাঁও জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চালু হয়েছে। বুধবার (৪ জুন) সকালে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাসেবা চালু হয়।

সরেজমিনে দেখা যায়, সকাল ৯ টার দিকে হাসপাতালে জরুরি বিভাগে রোগীদের সেবা দেয়া শুরু হয়েছে। তবে রোগীর চাপ অনেক বেশি। অনেক রোগী লম্বা সিরিয়ালের কারণে ডাক্তার না দেখিয়ে বেসরকারি হাসপাতালে চলে যাচ্ছেন। যারা থাকছেন, তাদেরকে লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সীমিত পরিসরে চিকিৎসাসেবা চালু হয়েছে। যাদের লম্বা সময় সেবার প্রয়োজন আছে, তাদেরও এ মুহূর্তে জরুরি সেবা নিয়ে চলে যেতে হবে।

উল্লেখ্য, গত বুধবার চিকিৎসক-কর্মচারীদের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহত রোগীদের মারামারি-সংঘর্ষের পর হাসপাতালের চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৯ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৫ বিকেল
মাগরিব ০৫:১৪ সন্ধ্যা
এশা ০৬:৩০ রাত

শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫