মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২


সিইসির সাথে বৈঠকে ইইউ প্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৯ আগষ্ট ২০২৫, ১১:৫৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে এই বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তার নেতৃত্বে ইসিতে আসে ছয় সদস্যের প্রতিনিধি দলটি।

সূত্র জানায়, বৈঠকে প্রতিনিধি দলটি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কমিশনের প্রস্তুতি, পরিকল্পনা ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। এ ছাড়া নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরাপত্তা, অংশগ্রহণমূলক পরিবেশ এবং পর্যবেক্ষণের সুযোগ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তারা।

নির্বাচন কমিশন বলছে, ইউরোপীয় ইউনিয়ন আগত জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। সে লক্ষ্যে প্রতিনিধি দলটি প্রাথমিকভাবে বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। এই আলোচনার মাধ্যমেই মূলত ইইউ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে তাদের সিদ্ধান্ত নেবে।

কমিশনের সচিব মো. আখতারুজ্জামান আগেই জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসতে পারে। তখন তারা নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩২ সন্ধ্যা
এশা ০৭:৪৮ রাত

মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫