মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২


আইন উপদেষ্টার পদত্যাগের দাবি সচিবালয়ের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৯ আগষ্ট ২০২৫, ১৩:৩৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই শহিদ পরিবার ও আহতরা। তারা অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে তারা প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন। পরে সাড়ে ১২টার দিকে একটি মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেন তারা। এতে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবস্থান নেওয়া ব্যক্তিরা নানা স্লোগান দেন। এসব স্লোগানের মধ্যে রয়েছে- ‘‘দফা এক দাবি এক, আসিফ নজরুলের পদত্যাগ’’, ‘‘খুনিরা বাইরে ঘোরে, বিচার বিভাগ কী করে’’, ‘‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’’, ‘‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’’।

জুলাই শহিদ আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল করিম সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, ‘‘এক বছর পরেও আমরা আমার সন্তান হত্যার বিচার পাইনি। সরকার বিচারের নামে তামাশা করছে। আমরা দেখছি, আসামিরা অর্থের বিনিময়ে জামিন নিচ্ছে। অথচ আইন উপদেষ্টা কোনো পদক্ষেপ নিতে পারছেন না।’’

শহিদ শেখ শাহরিয়ারের বাবা আব্দুল মতিন প্রথম আলোকে বলেন, ‘‘আজকে একটি বছর আমরা বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছি। বিচারের জন্য আইন মন্ত্রণালয়ের আশ্রয় নিলেও তারা আমাদের সঙ্গে প্রহসন করছে।”

জুলাই গণ-অভ্যুত্থানে আহত আমিনুল ইসলাম বলেন, ‘‘জুলাই আহতরা যদি আবার রাস্তায় নামে, তাহলে পরিণাম ভালো হবে না। শহিদ পরিবার ও আহতরা কাউকে ভয় পায় না। এটা সরকারের স্মরণে রাখা উচিত।’’

এর আগে শহিদ পরিবার ও জুলাই আহতরা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যেতে চাইলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। এসময় পুলিশের সঙ্গে জুলাই শহিদ পরিবার ও আহতদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩২ সন্ধ্যা
এশা ০৭:৪৮ রাত

মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫