সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘‘এক বছরে দেশ নির্বাচন আয়োজনের মতো যথেষ্ট প্রস্তুত ও স্থিতিশীল অবস্থায় এসেছে।’’
সোমবার (২৫ আগস্ট) সকালে রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আমরা ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছি। অন্তর্বর্তী সরকারের জায়গায় নির্বাচিত একটি সরকার দায়িত্ব নেবে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমি এখানে এসেছি আমাদের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে। এক বছর আগে আমরা দেশকে ফ্যাসিস্টমুক্ত করতে ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থানের মাধ্যমে এক হত্যাযজ্ঞের ভেতর দিয়ে গিয়েছি। এখন আমরা আমাদের রাজনৈতিক ইতিহাসে আরেকটি রূপান্তরের জন্য প্রস্তুত।” তিনি জোর দিয়ে বলেন, ‘‘দেশ এখন যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’’
এসময় অনুষ্ঠানে সরকারের প্রতিনিধি, জাতিসংঘ সংস্থা ও আন্তর্জাতিক সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘‘রোহিঙ্গা সমস্যার উৎপত্তি মিয়ানমারে এবং সমাধানও সেখানে নিহিত। বিলম্ব না করে সংকট নিরসনে সবাইকে যৌথভাবে কাজ করতে হবে। রোহিঙ্গা সংকটের সমাধান শুধু বাংলাদেশের একার দায়িত্ব নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কেও সক্রিয় ভূমিকা নিতে হবে।” তিনি আরও জোর দেন, ‘‘যতদিন পর্যন্ত রোহিঙ্গারা নিজ আবাসভূমিতে ফিরতে না পারবেন, ততদিন বিষয়টি বৈশ্বিক এজেন্ডায় রাখতে হবে।’’
গতকাল রবিবার (২৪ আগস্ট) কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘‘স্টেকহোল্ডারস ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’’ শুরু হয়। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতেই এই আয়োজন করা হয়েছে।
ডিএস /সীমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)