শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২


শুধু নির্বাচনে অংশ নিতে প্রাথমিক নিবন্ধন চায় ২২ দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৮ অক্টোবর ২০২৫, ১৯:৪৩

ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ প্রতীকে অংশগ্রহণ করতে চায় এমন দাবিতে ২২টি রাজনৈতিক দল ইসির প্রথমিক নিবন্ধন চেয়েছে।

বুধবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো নির্বাচন বিধিমালা সংস্কার আন্দোলন পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

পরিষদের সভাপতি মোবারক হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, নিবন্ধনের ঘাটতি পূরণে আগ্রহী দলগুলোকে জনস্বার্থে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক নিবন্ধন দিতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দলগুলোকে ১০ আসনে স্ব-স্ব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে হবে। একই সঙ্গে এমন দলগুলোকে আর্থিক প্রণোদনা প্রদান ও গণতান্ত্রিক ফান্ড গঠন করতে হবে।

যে দলগুলোকে নিয়ে নির্বাচন বিধিমালা সংস্কার আন্দোলন পরিষদ গঠন করা হয়েছে, সেগুলো হলো—বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টি, গণঅধিকার পার্টি (পিআরপি), বাংলাদেশ মুক্তি পার্টি, বাংলাদেশ জনপ্রিয় পার্টি, বাংলাদেশ ইসলামিক জনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার আন্দোলন, বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম, দারুস সালাম পার্টি, বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট, বাংলাদেশ একুশে পার্টি, বাংলাদেশ ইনোভেশন পার্টি, ন্যাশনাল সবুজ বাংলা পার্টি, বাংলাদেশ পিপলস পার্টি, বাংলাদেশ নাগরিক পার্টি, ইসলামিক লিবারেল পার্টি, খেলাফতে দাওয়াত পার্টি, জাতীয় উলামা কাউন্সিল, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি, বাংলাদেশ জনতা লীগ, সংবিধান বিষয়ক জনস্বার্থ পার্টি, বাংলাদেশ সার্বজনীন দল ও বাংলাদেশ রিপাবলিক্যান পার্টি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৯ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৫ বিকেল
মাগরিব ০৫:১৪ সন্ধ্যা
এশা ০৬:৩০ রাত

শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫