বৃহঃস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২


প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধীদের ওপর লাঠিচার্জ, নারীসহ আহত ৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১১ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৩

ফাইল ছবি

ফাইল ছবি

এমপিওভুক্ত ও জাতীয়করণের দাবিতে রাজধানীর প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। এতে নারীসহ আটজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতরা হলেন মো. আরিফ উদ্দিন (৩৮), গোলাম রব্বানী (৩৫), হাফেজ রবিউল ইসলাম (৩০), মশিউর রহমান (৪২), পপি (৩৭), স্মৃতি আক্তার (৩০), সফিতা বিশ্বাস (৩০) ও হোসনে আরা (৩৫)।

তাদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আতাউর রহমান জানান, আমরা বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদকে এমপিওভুক্ত ও জাতীয়করণের দাবিতে আজ বিকেলের দিকে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভায় জড়ো হয়েছিলাম। এ সময় পুলিশ আমাদেরকে জোর করে এখান থেকে উঠিয়ে দিতে গেলে সংঘর্ষ হয়। এতে আমাদের ৮ জন সমন্বয়ক আহত হলে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ বিকেলের দিকে প্রেসক্লাব থেকে আহত অবস্থায় নারীসহ আটজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এদের মধ্যে কয়েকজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকিদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে অবগত করেছি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৫:০৭ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ৩: ৩৬ বিকেল
মাগরিব ৫:১৫ সন্ধ্যা
এশা ০৬: ৩৩ রাত

বৃহঃস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫