বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


ঢাকা মেডিকেল সংস্কারে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৯ আগষ্ট ২০২৪, ১৭:২৫

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে ১০০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে ১০০ দিনের মধ্যে কেবিন সংস্কার, আইসিইউ বৃদ্ধি ও দালাল প্রতিরোধসহ নানা পরিকল্পনার কথা জানিয়েছে তারা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ঢামেক হাসপাতালের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে জরুরি ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য বিশেষায়িত ওয়ার্ড স্থাপন এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের পরিকল্পনা রয়েছে।

এছাড়া হাসপাতালের কেবিনগুলো সংস্কার, ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) শয্যা সংখ্যা বৃদ্ধি, সকল কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতির হার বৃদ্ধি এবং যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করা, পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী একশ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে, ওষুধ কোম্পানির প্রতিনিধি এবং বহিরাগত দালালদের হাসপাতালে প্রবেশ করতে না দেওয়া, বেসরকারি অ্যাম্বুলেন্স হাসপাতাল চত্বর থেকে সরিয়ে সে জায়গায় রোগী এবং রোগীর সঙ্গে আগত লোকজনের বিশ্রামের ব্যবস্থা গ্রহণ করা, হাসপাতালে হয় এমন সব প্যাথলজিক্যাল টেস্ট এবং এক্স-রে, সিটি স্ক্যান ইত্যাদি হাসপাতালেই বাধ্যতামূলক করার ব্যবস্থা নিয়ে এই খাতে রাজস্ব বৃদ্ধি করা, টিকিটিং ব্যবস্থায় ডিজিটাল কার্যক্রম জোরদার করা এবং ডিজিটাল প্রেসক্রিপশন কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আগামী একশ দিনে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম জোরদার করা হবে। রোগীদের সঙ্গে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যসেবা কর্মীদের সম্পর্ক উন্নয়নে আচরণগত পরিবর্তন নিশ্চিতকরণে উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে স্বাস্থ্যসেবা বিষয়ক গবেষণা কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া এবং অভ্যর্থনা বা তথ্যকেন্দ্র স্থাপন করা হবে। ইতোমধ্যে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালের বহির্বিভাগ এবং জরুরি বিভাগে প্রতিদিন গড়ে পাঁচ হাজারের অধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়। দুই হাজার ৬০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে চার হাজারের অধিক রোগী ভর্তি থাকেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩০ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০২ সন্ধ্যা
এশা ০৭:১৫ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪