সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠা বেশ কিছু নতুন শব্দ এবার স্থান পাচ্ছে সবচেয়ে জনপ্রিয় অভিধান এবং থিসরাস কেমব্রিজ ডিকশনারিতে। এর মধ্যে আছে ‘স্কিবিডি’ এবং ‘ট্র্যাডওয়াইফ’-এর মতো শব্দও।
সোমবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, ‘স্কিবিডি’ শব্দটি এসেছে ইউটিউবের ভাইরাল অ্যানিমেটেড ভিডিও সিরিজ থেকে, আর ‘ট্র্যাডওয়াইফ’ শব্দটি এসেছে “ট্র্যাডিশনাল ওয়াইফ” থেকে— যার মানে এমন এক গৃহিণী, যিনি রান্না, ঘরদোর সামলানো এবং একই সঙ্গে সামাজিক মাধ্যমে পোস্ট করাকে জীবনধারা হিসেবে নেন।
কেমব্রিজ ডিকশনারি জানিয়েছে, এ বছর ৬ হাজারের বেশি নতুন শব্দ যুক্ত হচ্ছে, যার মধ্যে রিমোট কাজ ও প্রযুক্তি জায়ান্টদের সঙ্গে সম্পর্কিত অনেক শব্দও রয়েছে।
লেক্সিকাল প্রোগ্রাম ম্যানেজার কলিন ম্যাকিনটোশ বলেছেন, “ইন্টারনেট সংস্কৃতি ইংরেজি ভাষাকে বদলে দিচ্ছে, আর সেই পরিবর্তন পর্যবেক্ষণ ও অভিধানে যুক্ত করা সত্যিই চমকপ্রদ।”
ডিকশনারিতে ‘স্কিবিডি’কে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে: “এটি এমন একটি শব্দ, যার অর্থ ভিন্ন ভিন্ন হতে পারে—যেমন ‘কুল’ বা ‘খারাপ’। আবার কখনও এর কোনও বিশেষ অর্থ থাকে না, কেবল মজা করার জন্য ব্যবহৃত হয়”। যেমন উদাহরণ: “হোয়াট দ্য স্কিবিডি আর ইউ ডুয়িং? (What the skibidi are you doing?)”
এই শব্দটির জনপ্রিয়তা এতটাই ছড়িয়ে পড়েছে যে, রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন যেখানে তার গলায় ঝোলানো লকেটে লেখা ছিল “স্কিবিডি টয়লেট”। যা মূলত ইউটিউব সিরিজটির নাম।
এছাড়া নতুনভাবে যুক্ত হয়েছে কিছু সংক্ষিপ্ত শব্দও। যেমন, ‘ডিলুলু’— যা এসেছে ‘ডিলিউশনাল’ শব্দ থেকে। এর মানে: এমন কিছু বিশ্বাস করা যা আসলে সত্য নয় বা বাস্তব নয়, সাধারণত নিজের ইচ্ছা থেকেই।
করোনাভাইরাস মহামারির পর থেকে রিমোট কাজ বেড়ে যাওয়ায় যুক্ত হয়েছে ‘মাউস জিগলার’ শব্দটিও— যা এমন একটি ডিভাইস বা সফটওয়্যার বোঝাতে ব্যবহৃত হয়, যা কম্পিউটারের মাউস সচল রাখে, যেন মনে হয় আপনি কাজ করছেন, অথচ আসলে করছেন না।
তালিকায় রয়েছে কিছু যৌগিক শব্দও। যেমন, ‘ব্রোলিগার্কি’— যা এসেছে ‘ব্রো’ এবং ‘অলিগার্কি’ মিলিয়ে। এর মানে: “খুব ধনী ও প্রভাবশালী কিছু পুরুষ, বিশেষ করে প্রযুক্তি ব্যবসায় জড়িতরা, যারা রাজনৈতিক প্রভাব খাটাতে চায়।”
এই শব্দটি ব্যবহার করা হয়েছিল ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে জেফ বেজোস, ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গের উপস্থিতি বোঝাতে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)