সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২
ফাইল ছবি
মানিকগঞ্জে বাউলদের ওপর সম্প্রতি ঘটে যাওয়া হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজনৈতিক দল গণসংহতি আন্দোলন। সংগঠনটি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।
গণসংহতি আন্দোলন বিবৃতিতে বলছে— প্রত্যেক নাগরিকের নিজের ধর্ম ও জীবনচর্চার অধিকার নিশ্চিত করতে দেশের গণতান্ত্রিক শক্তিগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। কারও ওপর কোনোরকম জবরদস্তির মতামত চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানাই।
বিবৃতিতে আরও বলা হয়, বাউলদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় অন্তর্বর্তী সরকারকে জবাবদিহি করতে হবে। অবিলম্বে সারা দেশে বাউলদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)