সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২


তারেক রহমান বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে রাজনীতিতে এসেছেন: হাবিবুর রশিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৯ জানুয়ারী ২০২৬, ১৯:২০

তারেক রহমান বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে রাজনীতিতে এসেছেন: হাবিবুর রশিদ। ছবি: সংগৃহীত

তারেক রহমান বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে রাজনীতিতে এসেছেন: হাবিবুর রশিদ। ছবি: সংগৃহীত

ঢাকা- ৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, তারেক রহমান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তিনি স্বপ্ন নয়, বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে রাজনীতিতে এগিয়ে এসেছেন। ৩১ দফা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই তারেক রহমান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে দেবেন।

সোমবার (১৯ জানুয়ারি) শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও পুষ্প অর্পণ শেষে তিনি একথা বলেন।

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা তিনি বলেছেন, শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তিনি দেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সেই বাংলাদেশ বাস্তবায়ন করা হবে।

হাবিবুর রশিদ হাবিব বলেন, বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান একটি মানবিক, গণতান্ত্রিক, সম্প্রীতির ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবেন। এমন একটি বাংলাদেশ যেখানে মানুষের মৌলিক অধিকার, স্বাধীনতা ও ভোটাধিকার পুনরুদ্ধার হবে এবং জনগণ ভোটের মাধ্যমে নিজেদের অধিকার প্রয়োগ করতে পারবে।

এসময় তার সঙ্গে ঢাকা-৯ আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৫:২৪ - ৬:৩৮ ভোর
যোহর ১২:০৯ - ৩:৫০ দুপুর
আছর ৪:০০ - ৫:৩১ বিকেল
মাগরিব ৫:৩৬ - ৬:৫০ সন্ধ্যা
এশা ৬:৫৫ - ৫:১৯ রাত

সোমবার ১৯ জানুয়ারী ২০২৬