শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১
এ বছরের বুকার পুরস্কার জিতে নিয়েছেন বৃটিশ লেখিকা সামান্থা হার্ভে। মহাকাশচারীদের নিয়ে লেখা অরবিটাল বইটির জন্য এ পুরস্কার জিতেছেন তিনি। ২০১৯ সালের পর প্রথম কোনো নারী এই পুরস্কার পেলেন।
অরবিটাল মূলত একটি ক্ষতবিক্ষত পৃথিবীর গল্প। এই উপন্যাসে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইতালি, যুক্তরাজ্য এবং জাপানের ৬ মহাকাশচারীর গল্প বলা হয়েছে। পৃথিবী থেকে এত দূরে থাকার সময় কীভাবে নিজের অস্তিত্বের সঙ্গে লড়াই করেছেন তারা, সেটাই উঠে এসেছে এই উপন্যাসে।
উপন্যাসে বলা হয়েছে, ঘণ্টায় ১৭ হাজার মাইল বেগে ঘুরতে ঘুরতে একদিনে ১৬ বার পৃথিবীতে প্রদক্ষিণ করেছেন তারা। এই একদিনে পৃথিবীর হিমবাহ, মরুভূমি, মহাসাগর এবং পর্বতমালার যে শ্বাসরুদ্ধকর দৃশ্য তারা দেখেন, নিজেদের বিচ্ছিন্নতার অনুভূতি তাদের আরও বেশি গ্রাস করে।
পুরস্কার জেতার পর সামান্থা হার্ভে বলেন, এই পুরস্কার আমার কাছে অপ্রত্যাশিত ছিল। আমি সত্যিই আশা করিনি। এই পুরস্কারটি তাদের উৎসর্গ করছি যারা শান্তি, মানবতা এবং মানুষের মর্যাদার পক্ষে কথা বলেন এবং সর্বোপরি মানবতার জন্য কাজ করেন। পুরস্কারের অর্থ দিয়ে আমি একটা বাইক কিনব, যেটি আমার বহুদিনের ইচ্ছা।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)