শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
কোপা দেল রের শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে সহজ প্রতিপক্ষ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। আরানদিনাকে ৩-১ গোলে হারিয়ে সহজেই এ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে কার্লো আনচেলত্তির শিষ্যরা। তবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে কঠিন পরীক্ষাই দিতে হবে লস ব্লাঙ্কোসদের।
কোপা দেল রেতে কোয়ার্টার ফাইনালে রিয়াল মুখোমুখি হবে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের। শুধু তাই নয়, মাদ্রিদ্র ডার্বির এই ম্যাচটি আবার বেলিংহাম-ভিনিসিয়ুসদের খেলতে হবে অ্যাটলেটিকোর মাঠে গিয়ে। দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ জানুয়ারি।
এদিকে শেষ ষোলোয় বার্সেলোনা পেয়েছে সহজ প্রতিপক্ষ। বার্বাস্ত্রোকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা বার্সা সেমিফাইনালে ওঠার লড়াইয়ে লড়বে স্প্যানিশ ফুটবলের তৃতীয় সারির দল ইউনিওনিসতাস সালামানকার। কাতালানরা ১৭ জানুয়ারি ম্যাচটি খেলবে প্রতিপক্ষের মাঠেই।
এদিকে লা-লিগার এবারের আসরে শীর্ষ স্থানের লড়াইয়ে থাকা আরেক দল জিরোনা এবার কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে রায়ে ভায়োকানোর। শেষ ষোলোর বাকি ৫ ম্যাচে মুখোমুখি হবে ওসাসুনা-রিয়াল সোসিয়েদাদ, ভ্যালেন্সিয়া-সেল্তা ভিগো, টেনেরিফে-মায়োর্কা, আতলেতিকো বিলবাও-আলভেস এবং হেতাফে-সেভিয়া।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)