মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১


জয়সওয়ালের ক্যাচ মিসের হ্যাটট্রিক, রেগে আগুন রোহিত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২৯ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৩

ফাইল ছবি

ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ৮২ রান আসে যশস্বী জয়সওয়ালের হাতে। দুর্ভাগ্যের রানআউটে কাটা না পড়লে তরুণ এই ওপেনার সেঞ্চুরিও পেতে পারতেন। সেই জয়সওয়ালের চতুর্থ দিন কাটল ভুলে যাওয়ার মতো। কারণ পুরো দিনে তার হাত থেকে তিনটি ক্যাচ ফসকে গেছে। স্বাভাবিকভাবেই যা দেখে রাগ সংবরণ করতে পারেননি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

আজ (রোববার) দিনের শুরুতে উসমান খাজার ক্যাচ ছাড়েন লেগ গালিতে থাকা জয়সওয়াল। সেই সময় খাজার রান ছিল ২১, যদিও আর কোনো রান না যোগ করতেই তিনি আউট হওয়ায় দ্বিতীয় জীবন কাজে আসেনি। তার ক্যাচ মিসে রোহিত কোনো প্রতিক্রিয়া দেখাননি। তবে গুরুত্বপূর্ণ সময়ে মার্নাস ল্যাবুশেনের ক্যাচ ছাড়ার পর প্রচণ্ড রেগে যান জয়সওয়ালের ওপর। হাত-পা ছুঁড়ে তাকে বিরক্তি প্রকাশ করতে দেখা যায়।

দিনের দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়া যখন পরপর উইকেট হারিয়ে প্রবল চাপে, তখন লাবুশেনকে ফেরাতে পারলে ম্যাচের রাশ পুরোপুরি ভারতের হাতে চলে আসত। আকাশ দ্বীপের বলে কর্ডন স্লিপে ক্যাচ দেন স্বাগতিক এই ডানহাতি ব্যাটার। বাঁ পাশে কিছুটা হাত এগিয়ে ধরেও ফেলেছিলেন জয়সওয়াল, কিন্তু অসতর্কতায় সেটি পড়ে যায় হাত থেকে। যা দেখে হতাশ হয়ে পড়েন পাশে দাঁড়ানো কোহলি-রোহিত।

দ্বিতীয় জীবন পাওয়ার আগে ল্যাবুশেন ৪৬ রানে ব্যাট করছিলেন। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করে তিনি শেষমেশ ব্যক্তিগত ৭০ রানে আউট হন। এটাই দ্বিতীয় ইনিংসে অজিদের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। জয়সওয়ালের ক্যাচ মিসে ভালোই খেসারত দিয়েছে ভারত। এর ৯ ওভার পরেই ফের সহজ ক্যাচ ফেলেছেন ভারতীয় ওপেনার। রবীন্দ্র জাদেজার বলে কামিন্স সিলি পয়েন্ট সহজ ক্যাচ দিলে সেটি তালুবন্দী করতে পারেননি জয়সওয়াল। ওই সময় কামিন্স ছিলেন ২১ রানে, যাকে শেষ পর্যন্ত তিনি ৪১–এ পরিণত করেন।

ভারতের মিস ফিল্ডিংয়ের সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ ৯ উইকেটে ২২৮ রান। প্রথম ইনিংসের ১০৫ রানের লিড মিলিয়ে তাদের ৩৩৩ রানের পুঁজিটা হয়েছে বেশ চ্যালেঞ্জিং। মেলবোর্নে এর আগে সর্বোচ্চ ৩৩২ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল। অর্থাৎ, ভারতকে জিততে হলে ৭০ বছর আগের সেই রেকর্ডও ভাঙতে হবে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:২১ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৩:৫০ বিকেল
মাগরিব ০৫:২৯ সন্ধ্যা
এশা ০৬:৪৬ রাত

মঙ্গলবার ৭ জানুয়ারী ২০২৫