বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১


রিয়ালকে ৫ গোলের মালা পরিয়ে আবারও শিরোপা জিতল বার্সা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২৭ জানুয়ারী ২০২৫, ১৪:৪৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদের জালে বার্সেলোনার পাঁচ গোল, এই তো সপ্তাহ দুয়েক আগেই এমন দৃশ্যের দেখা মিলেছিল সুপারকোপা দে এস্পানার ফাইনালে। সেই বার্সেলোনা আরও একবার রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে দিল, এবারও দলটার জালে জড়াল পাঁচ গোল, এবার অবশ্য কোনো গোল হজম করেনি। ৫-০ গোলের এই জয়ে তারা টানা চতুর্থবারের মতো জিতে নিয়েছে সুপারকোপা ফেমেনিনার শিরোপা।

মেয়েদের সুপার কোপার ফাইনালে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছিল রোববার। লেগানেসের মাঠ এস্তাদিও মুনিসিপাল দে বুত্রাকে এই খেলার ত্রিশ মিনিটে ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন প্রথম গোলটি করেন।

পোলিশ স্ট্রাইকার ইভা পায়োর পরপর দুটি গোল করেন। প্রথমটি ওনা ব্যাটলের পাস থেকে এবং দ্বিতীয়টি গ্রাহাম হ্যানসেনের কর্নার থেকে।

পাতরি গিহারোর গোলটি ছিল ম্যাচের সেরা। ২০ গজ দূর থেকে চমৎকার শটে বল জালে পাঠান তিনি। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আলেক্সিয়া পুতেয়াস কাছ থেকে হেড করে শেষ গোলটি করেন।

এই সুপারকোপা বার্সার চলতি মৌসুমে চারটি ট্রফির মধ্যে প্রথম। গত মৌসুমে বার্সেলোনা চারটি ট্রফি—লিগা এফ, কোপা দে লা রেইনা এবং চ্যাম্পিয়নস লিগ—জিতেছিল। এবারও সেই কীর্তি পুনরাবৃত্তি করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তারা।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদ প্রথমবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জয়ের আশায় ছিল। ২০২০ সালে সিডি তাকনকে নিজেদের সঙ্গে যুক্ত করার পর থেকে এখনো কোনো বড় শিরোপা জিততে পারেনি তারা। বার্সার শক্তিশালী দলের সামনে তাদের চেষ্টা আবারও ব্যর্থ হয়েছে।

এটি ছিল দুই দলের মধ্যে ১৬তম মোকাবিলা এবং প্রথমবারের মতো কোনো ফাইনাল ম্যাচ। তবে প্রতিবারের মতো এবারও জয়ী হলো বার্সেলোনা।

বার্সা ও রিয়াল মাদ্রিদ আবারও মুখোমুখি হবে মার্চের শেষে লিগা এফ-এর ম্যাচে। বর্তমানে বার্সেলোনা ১১ পয়েন্টের ব্যবধানে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। এছাড়া, দুই দলই কোপা দে লা রেইনা ও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে হয়েছে। ফলে আরও কয়েকটি এল ক্লাসিকোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আদৌ।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:২২ ভোর
যোহর ১২:১২ দুপুর
আছর ০৪:০৭ বিকেল
মাগরিব ০৫:৪৫ সন্ধ্যা
এশা ০৭:০১ রাত

বুধবার ২৯ জানুয়ারী ২০২৫