সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১


আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৪

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার কাছে ছয় গোল হজম করে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষপর্যন্ত শিরোপা জিতে অভিযান শেষ করল জুনিয়র সেলেসাওরা । চূড়ান্ত পর্বের শেষ ম্যাচে চিলিকে উড়িয়ে দিয়ে প্রতিযোগিতায় রেকর্ড ১৩তম বার চ্যাম্পিয়ন হয়েছে নেইমারদের উত্তরসূরিরা। আসরটির দ্বিতীয় সর্বোচ্চ ৮ বার শিরোপা জিতেছে উরুগুয়ে।

ভেনেজুয়েলার এস্তাদিও হোসে আন্তোনিও আনজোতেগুইয়েতে রোববার রাতে নিজেদের শেষ ম্যাচে চিলি অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে ৩-০ গোলের বড় জয় তোলে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। অন্যদিকে আসরের শেষ ম্যাচে জয় পায়নি পাঁচবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

চিলির বিপক্ষে গোলশূন্য থেকে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালে আসে সাফল্য। প্রথম সাফল্য আসে ৭৩ মিনিটে। ডেভিড ওয়াশিংটনের গোলে লিড নেয় সেলেসাওবাহিনী। ৮৬ ও ৮৮ মিনিটের দুই গোলে ব্যবধান আরও বাড়ায় ব্রাজিল।

ম্যাচের আগে সমীকরণ ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার দুদলের পয়েন্টই যদি সমান হয়, প্রথমে হিসাব করা হবে মুখোমুখি লড়াইয়ের ফল। কিন্তু চূড়ান্ত পর্বে দুদলের ম্যাচটি ড্র হওয়াতে সেই হিসাব কোনো কাজে আসত না। চূড়ান্ত পর্বে দুদলের গোল ব্যবধান বিবেচ্য হতো। গোল ব্যবধানও যদি সমান হতো তাহলে দেখা হতো চূড়ান্ত পর্বে গোল কে বেশি করেছে, সেটি হিসাবে আসত।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সেখানেও সমতা থাকলে লাল কার্ড কারা বেশি দেখেছে, সেটি এবং তারপর ফল নির্ধারণে কাজে লাগত হলুদ কার্ড। সেখানেও সমতা থাকলে লটারি মাধ্যমে হতো ফয়সালা।

তবে এসবকিছুরই আর প্রয়োজন পড়েনি। অন্য হিসাব-কিতাবে তো যেতে হয়ইনি, দুদলের পয়েন্টই সমান হয়নি। কারণ আসরের শেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে ৩-২ ব্যবধানে হেরে গেছে আর্জেন্টিনা। তাতে পাঁচ ম্যাচে তিন জয় ও একটি করে ড্র-হারে আর্জেন্টিনার পয়েন্ট ১০। অন্যদিকে সমান ম্যাচ থেকে ৪ জয় ও এক ড্রয়ে ব্রাজিলের পয়েন্ট ১৩। শীর্ষ থেকেই টুর্নামেন্ট শেষ করায় চ্যাম্পিয়ন হয়েছে দুর্দান্ত ছন্দে থাকা ব্রাজিল।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

সোমবার ৩১ মার্চ ২০২৫