সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২
ছবি-সংগৃহীত
রোববার সৌদি আরবে স্প্যানিশ সুপারকোপার ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে মৌসুমের প্রথম ঘরোয়া শিরোপা জয়ের সুযোগ থাকছে দুই দলের সামনে।
সেমিফাইনালে বার্সেলোনা বুধবার অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে ফাইনালে ওঠে। অন্যদিকে বৃহস্পতিবার অ্যাতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জয় পায় রিয়াল মাদ্রিদ।
টানা চতুর্থ বছর সুপারকোপার এই পর্যায়ে মুখোমুখি হচ্ছে দুই দল। যদিও লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ বা কোপা দেল রের তুলনায় এই শিরোপার গুরুত্ব কম, তবে সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে সুপারকোপা জয়ের ধারাবাহিকতা লা লিগা জয়ের পথও তৈরি করে দিয়েছে। গত চার মৌসুমে সুপারকোপা জেতা দলই পরে লা লিগার শিরোপা জিতেছে।
ফর্মের দিক থেকে এগিয়ে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচ জিতেছে তারা এবং লা লিগার পয়েন্ট টেবিলেও চার পয়েন্টে এগিয়ে। অ্যাথলেটিকের বিপক্ষে পাঁচ গোলের জয় তাদের আক্রমণভাগের শক্তির প্রমাণ দিয়েছে। রাফিনিয়া, পেদ্রি ও গোলকিপার হোয়ান গার্সিয়ার পারফরম্যান্সে দলটি বেশ ভারসাম্যপূর্ণ দেখাচ্ছে।
অন্যদিকে রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর ওপর চাপ রয়েছে। সাম্প্রতিক পাঁচ ম্যাচে জয় পেলেও পারফরম্যান্স খুব একটা বিশ্বাস জাগাতে পারেনি। এই ফাইনালের ফল আলোনসোর ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
রিয়ালের জন্য বড় স্বস্তি কিলিয়ান এমবাপ্পের ফেরা। চোটের কারণে সেমিফাইনাল না খেললেও ফাইনালের দলে আছেন ফরাসি তারকা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ গোল করা এমবাপ্পে খেললে রিয়ালের আক্রমণ আরও ভয়ংকর হবে। তবে রক্ষণভাগে ভুগছে রিয়াল। একাধিক ডিফেন্ডার চোটে থাকায় এলোমেলো রক্ষণ নিয়েই বার্সার আক্রমণ সামলাতে হবে তাদের। সে ক্ষেত্রে গোলকিপার থিবো কোর্তোয়ার ওপরই ভরসা রাখছে মাদ্রিদ শিবির।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)