বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২


অবসর ভেঙে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন মঈন আলি

খেলা ডেস্ক

প্রকাশিত:২৮ জানুয়ারী ২০২৬, ২১:০৪

ফাইল ছবি

ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন মঈন আলি। এতদিন শুধু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তার উপস্থিতি ছিল। তবে এবার সিদ্ধান্ত বদলাচ্ছেন এই ইংলিশ অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেটেও ফিরছেন তিনি।

সর্বশেষ কয়েক মাস ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যাস্ত ছিলেন মঈন। টানা কয়েকটি টুর্নামেন্ট খেলেছেন। আবু ধাবি টি-টেন, আইএল টি-টোয়েন্টি ও বিপিএলে দেখা গেছে তাকে। এবার ঘরোয়া ক্রিকেটেও দেখা যাবে এই অলরাউন্ডারকে।

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের দল ইয়র্কশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মঈন। এই দলটির হয়ে এবারের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবেন তিনি। এ ছাড়া দা হান্ড্রেড টুর্নামেন্টের নিলামেও নাম দিতে যাচ্ছেন তিনি। অর্থাৎ এই লিগেও আবার দেখা যেতে পারে তাকে।

নতুন চুক্তির পর মঈন বলেছেন, 'হেডিংলিতে (ইয়র্কশায়ারের মাঠ) খেলতে সবসময়ই ভালোবাসি আমি। এখানকার উইকেট, আবহ, সমর্থকেরা, সব মিলিয়ে জায়গাটিকে বিশেষ করে তোলে।'

'আমার জন্য এটি তরতাজা এক চ্যালেঞ্জ এবং ক্ষুধা নিয়েই সেখানে যাচ্ছি। আমার সব অভিজ্ঞতা সেখানে বয়ে নিতে চাই, নিজের ক্রিকেট উপভোগ করতে চাই, ইয়র্কশায়ারকে সহায়তা করতে চাই।'-যোগ করেন তিনি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:২২ ভোর
যোহর ১২:১২ দুপুর
আছর ০৪:০৭ বিকেল
মাগরিব ০৫:৪৫ সন্ধ্যা
এশা ০৭:০১ রাত

বুধবার ২৮ জানুয়ারী ২০২৬