শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
ব্রাজিলিয়ান লিগে ১৯ বছর বয়সেই অনেকগুলো গোল করে আলোচনায় আসায় ভিটর রকিকে ইউরোপের অনেক ক্লাব কিনতে চেয়ছিল। রকি চেয়েছিলেন বার্সেলোনায় যোগ দিতে। যে কারণে মোটা অঙ্কের অর্থের প্রস্তাব থাকা স্বত্ত্বেও তাকে ৩০ মিলিয়নে বার্সার কাছে বিক্রি করেছিল তার ক্লাব অ্যাথলেটিকো পারানিয়েন্সে।
তবে বার্সায় সময়টা হতাশায় কাটছে রকির। কোচ জাভি তাকে খেলার সুযোগই দিচ্ছেন না। যে কারণে ক্ষোভ প্রকাশ করেছেন তার এজেন্ট। গুঞ্জন আছে, আগামী মৌসুমের জন্য তাকে ধারে পাঠাতে পারেন বার্সা কোচ।
এরই মধ্যে ইউরোপের শীর্ষ পর্যায়ের কিছু ক্লাব তাকে ধারে নেওয়ার চেষ্টাও নাকি শুরু করেছে। স্প্যানিশ সংবাদ মাধ্যমের মতে, ধারে রকিকে ছাড়লে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড তাকে দলে নিতে আগ্রহী। লা লিগার সেভিয়া এবং রিয়াল বেটিস আছে লড়াইয়ে। আবার ফ্রান্সের লিঁও, ইতালির নাপোলি তার প্রতি আগ্রহ প্রকাশ করেছে।
তবে রকির এজেন্ট জানিয়েছেন, ধারে অন্য ক্লাবে যাওয়ার জন্য রকি বার্সাকে বেছে নেয়নি। হয় বার্সাতেই তিনি থাকবেন নয়তো তাকে বিক্রি করে দেওয়া হোক। রকিকে বিক্রি করলেও তাকে কিনতে আগ্রহী ইউরোপের সেরা দলগুলো। চেলসি ও ম্যানইউ তাকে কেনার ব্যাপারেও খোঁজ খবর নিচ্ছে। নিয়মিত স্ট্রাইকার রিচার্লিসন ফ্লপ হওয়ায় টটেনহ্যাম তার প্রতি নজর রাখছে। এছাড়া ভিক্টর ওসিমহেন মৌসুম শেষে নাপোলি ছাড়লে রকিকে কিনতে চায় তারা।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)