রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যায় ব্রাজিল। এরপর থেকেই ব্যর্থতার বৃত্তে আটকে আছে সেলেসাওরা। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে বর্তমানে ছয় নম্বরে আছে দলটি। এদিকে কদিন আগেই উরুগুয়ের কাছে হেরে ছিটকে গেছে কোপা আমেরিকার এবারের আসর থেকেও। মহাদেশীয় এই টুর্নামেন্টে এবার ভিনিসিয়ুস-রদ্রিগোদের পারফর্ম্যান্স ছিল শোচনীয়।
কোপা আমেরিকা থেকে ছিটকে যাওয়ার পর থেকেই সমালোচনা হচ্ছে ব্রাজিলের ফুটবল নিয়ে। সমর্থকরাও আছেন হতাশায়। সেলেসাওদের নান্দনিক সেই ফুটবল শৈলি কোথায় হারিয়ে গেল তা নিয়ে কথা হচ্ছে অনেক। এদিকে দলের এমন বাজে অবস্থাইয় সমর্থকরা যখন হতাশায় তখন তাদের চাঙ্গা করতে নিজেদের ওয়েবসাইটে একটি ভিডিও প্রকাশ করেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন।
প্রকাশিত এই ভিডিওতে ব্রাজিলের সোনালি অতীতের কথা তুলে ধরা হয়েছে। পেলে, গারিঞ্চাদের সময় থেকে শুরু করে রোনালদো, রোনালদিনিও, রবার্তো কার্লোসদের কথাও ওঠে এসেছে সেই ভিডিওতে। সেই ভিডিওর ধারাবিবরণীতে বলতে শোনা যায়, ‘পরাজয়ই আমাদের ইতিহাস তৈরি করেছে। কিন্তু একটা বিষয় সব সময় মনে রাখতে হবে যে আমরা এখানে আগেও ছিলাম। তারা একাধিকবার আমাদের শেষ দেখে ফেলেছে। কিন্তু মানুষ দেখেছে কে ছড়ি ঘুরিয়েছে। এক, দুই- পাঁচবার।’
কোপা আমেরিকায় বাজে পারফর্ম্যান্সের পর ব্রাজিলের সোনালী অতীত আর ফিরবে না বলেও সমালোচনা হয়েছে অনেক। এ প্রসঙ্গে ভিডিওতে বলা হয়েছে, ‘এটাই প্রথম নয় যে তারা আমাদের শেষ ঘোষণা করেছে। কিন্তু আমার কথা বিশ্বাস করুন, আমরা আবার জিতব।’ কণ্ঠটি বলে চলে, ‘আমরা এই গ্রহের সবচেয়ে সফল দল, কিন্তু পরাজয়ও আমাদের ইতিহাসের অংশ। আমরা যতবার জিতেছি, তার চেয়ে বেশি হেরেছি। এটা পরিসংখ্যান- আমরা ৫টি বিশ্বকাপ জিতেছি এবং হেরেছি ১৭টি।’
সমর্থকদের জয়ের আত্মবিশ্বাস রাখতে অনুরোধ করে ভিডিওতে আরও বলা হয়েছে, ‘কীভাবে জেগে উঠতে হয়, ব্রাজিলিয়ানদের চেয়ে ভালো আর কেউ জানে না। ব্রাজিলের আছে তিনটি এস—সুপারাসাও (প্রত্যাবর্তন), সানগে (রক্ত) ও সুয়োর (ঘাম)। বল যত দিন গোল থাকবে, আমরা খেলাটিতে থাকব। মনে রেখো, এটাই ব্রাজিল। আমরা আজ হারছি, কিন্তু আগামীকাল ট্রফি আমাদের। আর আমাকে বিশ্বাস করুন, আগামীকাল আমরা জিতবই।’
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)