বৃহঃস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১


নতুন সংগঠন “কুরআন পাঠ আন্দোলন”-এর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৩১ আগষ্ট ২০২৪, ২১:১৯

ছবি : মামুন রশিদ

ছবি : মামুন রশিদ

সমাজের সর্বস্তরে মাতৃভাষায় কুরআন পাঠকে ছড়িয়ে দিতে এবং জনপ্রিয় করার লক্ষ্যে “কুরআন পাঠ আন্দোলন” নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। ৩১ আগস্ট শনিবার ঢাকা রিপোর্টার্স ইনউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সাংবাদিক-সম্মেলনের মাধ্যমে এই সংগঠনের ঘোষণা দেয়া হয়।

সংগঠনের আহবায়ক আবু সাঈদ খান বলেন, সত্যিকার বিশ্বাসীদের কুরআন পাঠ থেকে দূরে সরে যাওয়ার সুযোগে এক শ্রেণির সুযোগসন্ধ্যানী মানুষ বহুমাত্রিক মিথ্যা প্রচারণার ফায়দা নিচ্ছে। তিনি আরও বলেন, কুরআন সম্পর্কে অধিকতর সম্যক ধারণা যখন ব্যাপকভাবে সমাজে ব্যাপ্তিলাভ ঘটবে, তখন সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সৌহার্দ্স-ম্প্রীতি-সদ্ভাব বৃদ্ধি পাবে; বৃহত্তর বন্ধন তৈরি হবে।

মানবাধিকার, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কুরআনের কঠোর বার্তা তুলে ধরার পাশাপশি মানুষকে সৃষ্টি করে আল্লাহ তাদের যে বাক-স্বাধীনতা এবং ধর্মীয় বিশ্বাস বা অবিশ্বাস পোষণ করার স্বাধীনতা দিয়েছেন, সেটিও তিনি কুরআন থেকে তুলে ধরেন।

সংগঠনের রূপরেখা এবং ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে আহবায়ক আবু সাঈদ খান বলেন, সারাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্য থেকে নির্বাচিত সদস্যদের নিয়ে ১৫১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। যেখানে বিশ্বের বিভিন্নপ্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরাও আছেন। মাঠ পর্যায়ে কুরআন পাঠ জনপ্রিয়করণ সংক্রান্ত বহুবিধ গুণগত কাজ করার মধ্য দিয়ে পরবর্তী তিন বছরের মধ্যে একটি কার্যকরী স্থায়ী কমিটি গঠনের দিকে সংগঠনটি এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

‘কুরআন পাঠ নিয়ে কেন আন্দোলন করতে হবে’ এমন এক প্রশ্নের জবাবে সংগঠনের আহবায়ক বলেন, ‘আন্দোলন’ এখানে সামাজিক আন্দোলন অর্থে ব্যবহৃত, যেখানে কুরআনের বিষয়ে অধিক সংখ্যক মানুষের মধ্যে গণসচেতনতা সৃষ্টি ও বৃদ্ধিকল্পে বহুমুখী গণমুখী কার্যক্রম পরিচালনা করা হবে।

সদস্য সচিব মু. মোশাররফ হোসাইন সংগঠন পরিচিত তুলে ধরে বলেন, বাংলাদেশের বিভিন্ন শ্রেনি-পেশার মানুষের মধ্যে আমরা কুরআন সচেতনতা আমরা লক্ষ্য করছি। এইসব প্রক্রিয়াকে একটি সম্মিলিত ও সমন্বিত প্যাটফর্মের অধীনে এনে কুরআন পাঠের এই চলমান ধারাকে একটি সুসংগঠিত আন্দোলনে রূপ দেয়ার মহতী লক্ষ্য নিয়ে “কুরআন পাঠ আন্দোলন”-এর সূচনা।

সংগঠনের উপদেষ্টা মেজর (অবঃ) আলমগীর হোসেন সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করে বলেন, আমরা কেবল কুরআন পাঠে উদবুদ্ধকরণে অত্যন্ত মৌলিক ও প্রাথমিক কাজটি এই সংগঠনের মাধ্যমে করতে চাই; কোন ফতোয়া প্রদান বা ধর্মীয় আচার-অনুষ্ঠান, জীবনযাপনের পন্থা বাতলে দেয়া আমাদের কাজ নয়; বরং মানুষ যখন কুরআন পাঠ-কে অভ্যাসে পরিণত করবে তখন সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই কুরআন থেকে তার জন্য জারি সিদ্ধান্ত গ্রহণ করার সক্ষমতা অর্জন করবে।

আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব সৈয়দ ওয়ালিউল আলম, জনাব মুরাদ বিন আমজাদ, যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম, কে. এম শাহরিয়ার ফরচুন, সদস্য শহিদুল্লাহ মজুমদার প্রমুখ।

“কুরআন পাঠ আন্দোলন”—এর প্রস্তাবিত আহবায়ক কমিটিঃ

উপদেষ্টা রুলীর সসদ্যবৃন্দঃ

১. সৈয়দ ওয়ালিউল আলম; ২. মোস্তফা ওয়াহিদুজ্জমান; ৩. মুরাদ বিন আমজাদ; ৪. হারুন ইসহাক (ফেনী); ৫. ফররুখ আহমেদ চৌধুরী, সাবেক অতিঃ আইজিপি; ৬. ড. মাহবুব উল্লাহ যশোরী; ৭. মুনির মাহদি; ৮. আমিরুল ইসলাম (কুষ্টিয়া); ৯. ড. সিরাজ ইসলাম (যুক্তরাজ্য); ১০. আব্দুল মতিন প্রিন্সিপাল (নরসিংদী); ১১. আতাউর রহমান; ১২. আব্দুল জব্বার (সিরাজগঞ্জ)।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

বৃহঃস্পতিবার ২১ নভেম্বর ২০২৪