শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
রাজধানীর গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের দুই শিশুসহ ৮ জন চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা শঙ্কাজনক না হলেও সবাই মানসিক ট্রমায় রয়েছেন।
শনিবার (০৬ জানুয়ারি) বার্ন ইনস্টিটিউটে ট্রেনে আগুনের ঘটনায় ভর্তি রোগীদের সর্বশেষ অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এসব তথ্য জানান।
ডা. সামন্ত লাল সেন বলেন, ঢাকা-বেনাপোল ট্রেনে আগুনের ঘটনায় মোট ৮ জন আহত ব্যক্তি আমাদের হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের সবার অবস্থা ঝুঁকিমুক্ত না। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। ভর্তি রোগীদের মধ্যে একজন রোগীর সর্বোচ্চ ৮ শতাংশ বার্ন রয়েছে। তবে সবাই মানসিক ট্রমার মধ্যে আছে। আমরা তাদের সর্বোচ্চ সেবা দিতে কাজ করে যাচ্ছি।
রোগীর অবস্থা তুলে ধরে তিনি বলেন, আসিফ মোহাম্মদ খান নামে একজন রোগীর শরীরে ৮ শতাংশ দগ্ধ হয়েছে। নাফিজ আলম নামে আরেকজনের ৫ শতাংশ পুড়েছে। এ দুজনসহ বাকিদের শ্বাসনালী পুড়ে গেছে। সবাইকেই আমরা পর্যবেক্ষণে রেখেছি। সব রোগীই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে ঢাকার গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। এতে ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ জনই শিশু। এছাড়া দগ্ধ হয়েছেন অনেকে। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এক প্রত্যক্ষদর্শী জানান, ট্রেনের কয়েকটি বগিতে আগুন ছড়িয়ে পড়েছিল। প্রথমে স্থানীয় বাসিন্দারা পানি দিয়ে তা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে।
এক বার্তায় ফায়ার সার্ভিস জানায়, বেনাপোল এক্সপ্রেসের ৪টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিনির্বাপণ কর্মীদের চেষ্টায় রাত সোয়া ১০টায় তা নিয়ন্ত্রণে আসে।
এর আগে ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসহ ৪ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে গত ২৮ অক্টোবরের পর ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৮ জন নিহত হলেন।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)