বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২


মানবাধিকার দিবসে মানবিক আন্দোলন বাংলাদেশের বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১০ ডিসেম্বর ২০২৫, ১৯:২৪

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‌্যালি করেছে ‘মানবিক আন্দোলন বাংলাদেশ’ নামে একটি সংগঠন।

বুধবার (১০ ডিসেম্বর) শোভাযাত্রাটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব হয়ে আবার সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মানবিক আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত শোভাযাত্রা ও র‌্যালিতে সুপ্রিম কোর্টের আইনজীবীসহ নানা শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশ নেয়।

শোভাযাত্রা ও র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ‘মানবিক আন্দোলন বাংলাদেশের’ মুখ্য সংগঠক অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাডভোকেট শাহাদাত হোসেন আদিল। বিশেষ সহযোগিতায় ছিলেন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি গোলাম মোক্তাদির উজ্জ্বল।

সমাবেশে মুখ্য সংগঠক অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ বলেন, আজ বিশ্ব মানবাধিকার দিবস। এ বছর দিবসের প্রতিপাদ্য হলো ‘মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়’। প্রতিপাদ্যের সঙ্গে মিলিয়ে আমি বলতে চাই, মানবাধিকার প্রতিটি মানুষের জন্মগত মর্যাদা, সাম্য ও অধিকারের কথা বলে। কিন্তু বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে সেই মানবাধিকার বারবার লঙ্ঘিত হয়েছে। মানবতা ভুলণ্ঠিত হয়েছে, মানবাধিকারের আলো ম্লান হয়েছে, স্বাধীনতা শৃঙ্খলিত হয়েছে। প্রায় ১৬ বছর ধরে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে আমাদের দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে।

তিনি আরও বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, ‘ক্রসফায়ার’ বা কথিত বন্দুকযুদ্ধের নামে বিনা বিচারে হত্যা, বহু মানুষকে ‘গুম’ বা জোরপূর্বক নিখোঁজ করার মতো মানবাধিকার লঙ্ঘণ করেছে পতিত আওয়ামী লীগ সরকার। রাজনৈতিক দমন-পীড়ন, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দায়ের করে হয়রানি, নির্বিচারে গ্রেপ্তার এবং সভা-সমাবেশের সাংবিধানিক অধিকারে বাধা দেওয়ার মতো হেন এমন কোনো জঘন্য কাজ নেই যা আওয়ামী লীগ সরকার করেনি। ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘণকারীদের সেই সুপিরিয়র কমান্ডার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মানবাধিকার লঙ্ঘণের দায়ে তার সর্বোচ্চ শাস্তি হয়েছে। তাই মানবাধিকর লঙ্ঘণ করে কেউ পার পাবে না। তাই এই দিনে সবাইকে মানবাধিকার রক্ষার জন্য অঙ্গীকারাবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

সমাবেশ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মাহবুব। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব গাজী তৌহিদুল ইসলাম, সুপ্রিম কোর্ট বারের সহ সভাপতি সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ সম্পাদক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল শামীমা সুলতানা দীপ্তি, সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান আরা বেগম মুন্নী, মিনারা খাতুন লাকী, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সমাজ কল্যাণ সম্পাদক কাজী রওশন দিল আফরোজ, পান্না চৌধুরী, জেবুন্নেছা জীবন, শহীদুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল শেখ ওবায়দুল হক ওয়াশিম, মো. সালাহ উদ্দিন, আমির হোসেন মানিক, মিজানুর রহমান টিটু, সিদ্দিক আজাদ, মিজানুর রহমান চৌধুরী, জাহিদ হোসেন মিঠু, দেলোয়ার হোসেন, আকরামুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৫:০৭ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ৩: ৩৬ বিকেল
মাগরিব ৫:১৫ সন্ধ্যা
এশা ০৬: ৩৩ রাত

বুধবার ১০ ডিসেম্বর ২০২৫