শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১


৫ ঘণ্টা পর শাহবাগে যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৭ জুলাই ২০২৪, ২২:৩৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ সব কোটা বাতিলের দাবিতে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর শাহবাগ ও আশেপাশের এলাকায় যানবাহন চলাচল শুরু হয়েছে।

রোববার (৭ জুলাই) রাত আটটায় কর্মসূচি ঘোষণার মাধ্যমে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়। এর আগে বিকেল তিনটার দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

একই সময়ে সাইন্সল্যাব, ইন্টারকন্টিনেন্টালসহ বিভিন্ন সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা চলে যাওয়ায় যান চলাচল শুরু হয়েছে।

এ সময় দীর্ঘক্ষণ আটকে থাকা গাড়িগুলো নিজ নিজ গন্তব্যে ছুটে যায়। তবে বেশিরভাগ গাড়িই ছিল যাত্রীশূন্য।

গুলিস্তানের উদ্দেশে ছেড়ে যাওয়া সাভার পরিবহনের হেলপার বলেন, ‘দুপুরের পর থেকে এখানে আটকে আছি। যাত্রীরা সব ওই সময়ই নেমে চলে গেছে। কিন্তু আমাদের তো গাড়ি রেখে যাওয়ার সুযোগ ছিল না। সারাটা দিনই এইখানে চলে গেছে।’

অবরোধ চলাকালে রিকশাসহ অন্যান্য গণপরিবহনও আটকে দেন শিক্ষার্থীরা। ফলে বিপত্তিতে পড়েন খেটে খাওয়া এসব মানুষও। আব্দুল গফুর নামে এক রিকশাচালক বলেন, ‘দুপুরে একবার যাত্রী নিয়ে এখানে এসেছিলাম। এরপর আর তেমন যাত্রী পাইনি। আশেপাশের মোড়গুলো বন্ধ থাকায় কোথাও যাওয়ারও তেমন সুযোগ ছিল না।’

এর আগে দুপুর থেকেই শাহবাগসহ গুরুত্বপূর্ণ সকল মোড়ে অবস্থান দেন শিক্ষার্থীরা। এতে পুরো ঢাকাজুড়ে তীব্র যানজট দেখা দেয়। পরে রাত আটটায় আগামীকালের কর্মসূচি ঘোষণার মাধ্যমে অবরোধ তুলে নেন তারা।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

শুক্রবার ২২ নভেম্বর ২০২৪