মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১


পিঙ্ক টেস্টের নেপথ্য ঘটনা, যার সঙ্গে জড়িয়ে অজি কিংবদন্তীর স্ত্রী

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৫ জানুয়ারী ২০২৫, ১৭:৪৫

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

দুই দলের সাদা জার্সিতে গোলাপি রঙয়ের ছোঁয়া, মাথার ক্যাপটাও বদলে যায়। স্টেডিয়ামজুড়েও থাকে গোলাপির ছড়াছড়ি। প্রতি বছর জানুয়ারির ৩ তারিখে সিডনিতে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ বদলালেও গল্পটা একই থাকে।

এবারের ৩ জানুয়ারি পিঙ্ক টেস্ট তথা বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে সফরকারী ভারতের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। দুই শক্তিশালীর দ্বৈরথ ছাড়াও আরও একটি কারণে মাহাত্মপূর্ণ ছিল এই ম্যাচটি। সেটি হচ্ছে এই ‘পিঙ্ক’।

পিঙ্ক টেস্টের নেপথ্য ঘটনা

পিঙ্ক টেস্টের সঙ্গে জড়িয়ে আছেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রার স্ত্রী জেইন ম্যাকগ্রা। সাবেক অজি ক্রিকেটারের স্ত্রী স্তন ক্যানসারের সঙ্গে যুদ্ধে হার মেনে ২০০৮ সালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। স্তন ক্যানসার নিয়ে সচেতনতা এবং আক্রান্তদের সাহায্য করার লক্ষ্য নিয়েই গঠিত হয় ম্যাকগ্রা ফাউন্ডেশন।

জেইন ম্যাকগ্রার মৃত্যুর পর ২০০৯ সাল থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া, সিডনি ক্রিকেট গ্রাউন্ড এবং ম্যাকগ্রা ফাউন্ডেশন মিলে আয়োজন করে আসছে পিঙ্ক টেস্ট।

প্রতি বছর তেসরা জানুয়ারিতে হয়ে থাকে পিঙ্ক টেস্ট। এই টেস্ট ম্যাচ থেকে প্রাপ্ত সব অর্থ দেওয়া হয় ম্যাকগ্রা ফাউন্ডেশনকে। ম্যাকগ্রা ফাউন্ডেশন এই অর্থ ব্যয় করে থাকে অস্ট্রেলিয়াজুড়ে স্তন ক্যানসারে আক্রান্তদের সহযোগীতা এবং বিশ্বজুড়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে।

পিঙ্ক টেস্টের তৃতীয় দিনকে অভিহিত করা হয় ‘জেইন ম্যাকগ্রা ডে’ হিসেবে। এদিন স্টেডিয়াম গ্যালারির একটি অংশের নাম রাখা হয় ‘জেইন ম্যাকগ্রা স্ট্যান্ড’ ।

সদ্য সমাপ্ত পিঙ্ক টেস্টের তৃতীয় দিনে আজ (রোববার) অস্ট্রেলিয়ার মতো গোলাপি কিট পরে খেলতে নেমেছিল ভারত। অবশ্য ম্যাচটাও তৃতীয় দিনের বেশি গড়ায়নি আর। ভারত-অস্ট্রেলিয়ার দেড়মাসব্যাপী বোর্ডার-গাভাস্কার সিরিজ আজ শেষ হয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।

দীর্ঘ ১০ বছর পর যেখানে অজিবাহিনী ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে। সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ভারত লক্ষ্য দিয়েছিল ১৬২ রানের। মাত্র ২৭ ওভারেই ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে প্যাট কামিন্সের দল। ৩-১ ব্যবধানে জিতে ২০১৪–১৫ মৌসুমের পর প্রথম বোর্ডার-গাভাস্কার সিরিজ অজিদের পকেটে গেল।

# মির্জা সাইমা

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:২১ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৩:৫০ বিকেল
মাগরিব ০৫:২৯ সন্ধ্যা
এশা ০৬:৪৬ রাত

মঙ্গলবার ৭ জানুয়ারী ২০২৫