শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২


আট বছর পর জিম্বাবুয়েতে খেলবে অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক

প্রকাশিত:২৮ নভেম্বর ২০২৫, ১৫:২৬

ফাইল ছবি

ফাইল ছবি

অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের টেস্ট খরা এখনই কাটছে না। কিন্তু দুই দেশ ২০২৭ সালের বিশ্বকাপ সামনে রেখে আগামী বছর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। দক্ষিণ আফ্রিকায় সেপ্টেম্বর-অক্টোবরে টেস্ট ও ওয়ানডে খেলতে যাওয়ার আগে জিম্বাবুয়েতে যাবে অস্ট্রেলিয়া। শিগগিরই এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে।

জানা গেছে, জিম্বাবুয়ে এই সিরিজের সঙ্গে একটি টেস্ট যুক্ত করতে চেয়েছিল। কিন্তু ২০২৬ এর মাঝামাঝি সময় থেকে ২০২৭ সালের অ্যাশেজ সিরিজ পর্যন্ত অন্তত ১৯ টেস্ট খেলার চাপ থাকায় অস্ট্রেলিয়া অপারগতা জানায়।

জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া কেবল তিনটি টেস্টে মুখোমুখি হয়েছে। শেষ দুটি ম্যাচ হয়েছিল ২০০৩ সালের অক্টোবরে। সংক্ষিপ্ত সফরে ম্যাথু হেইডেন প্রথম টেস্টে ৩৮০ রানের বিশ্ব রেকর্ড গড়েন।

জিম্বাবুয়েতে অস্ট্রেলিয়া টেস্ট খেলেছিল একবার। ১৯৯৯ সালে স্টিভ ওয়াহর নেতৃত্বে সেই ম্যাচ ১০ উইকেটে জিতেছিল অজিরা, সেটিই ছিল উইকেটকিপার ইয়ান হিলির শেষ ম্যাচ।

আট বছর পর অস্ট্রেলিয়া জিম্বাবুয়েতে সিরিজ খেলবে। সবশেষ ২০১৮ সালে পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল তারা। আর শেষবার জিম্বাবুয়েতে অস্ট্রেলিয়ার ওয়ানডে ম্যাচ হয়েছিল ২০১৪ সালে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৯ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৫ বিকেল
মাগরিব ০৫:১৪ সন্ধ্যা
এশা ০৬:৩০ রাত

শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫