বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১


প্যান্টের পকেটে ফোন রাখেন? বোমার মতো বিস্ফোরণ ঘটতে পারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত:১৩ জানুয়ারী ২০২৫, ১২:০৩

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

বেশিরভাগ পুরুষ প্যান্টের পকেটে ফোন রাখেন। আপনারও যদি এই অভ্যাস হতে তবে এখনই সাবধান হোন। কেননা, পকেটে থাকা ফোন যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে।

সকালের ঘুম ভাঙা থেকে রাতে শুতে যাওয়ার সময় পর্যন্ত সকলের সঙ্গী মুঠোফোন। মোবাইল ছাড়া একমুহূর্তও থাকার কথা কেউ ভাবতেই পারে না। ছোট থেকে ব়ড়, সকলের হাতেই এখন ফোন।

স্মার্টফোন যে শরীরের পক্ষে খুব একটা ভালো নয়, সেটা অনেকেই জানেন। কিন্তু মোবাইল ছাড়া থাকাও প্রায় অসম্ভব। ফোন শরীর থেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। এই সাবধানবানী প্রায়শই দিয়ে থাকেন চিকিত্‍সকরা।

কিন্তু প্রকৃতপক্ষে তা মেনে বেশিরভাগ জনের পক্ষেই অসম্ভব। আবার স্মার্টফোন পকেটে রাখলে শরীরের খুবই ক্ষতি। কোন পকেটে রাখলে বিস্ফোরণ হওয়ার আশঙ্কা থাকে জেনে নিন। ভুল পকেটে রেখে নিজের বিপদ ডেকে না আনার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

আপনার স্মার্টফোনটি সঠিক জায়গায় রাখলে শুধু আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন না কিন্তু সারাদিনের কোনো কাজ করতেও কোনো সমস্যা হবে না। ফোনটি যাতে হারিয়ে না যায় বা ক্ষতিগ্রস্থ না হয় সে জন্য এটি নিরাপদ রাখাও গুরুত্বপূর্ণ।

অনেকে তাদের প্যান্টের পেছনের পকেটে স্মার্টফোন রাখেন। কেউ প‍্যান্টের পেছনের পকেটে রাখেন নেহাত স্টাইলের জন‍্য। অনেকে আবার বুক পকেটে রাখেন না শরীরের কথা ভেবে। তাই তারা প‍্যান্টের পেছনের পকেটে রাখেন।

তবে ফোন প‍্যান্টের একেবারে পেছনের পকেটে রাখা মোটেই উচিত নয়। কারণ পেছনের পকেটে যথেষ্ট আঁটোসাটো হয়। স্মার্টফোন ক্রমাগত ব্যবহারের কারণে মাঝে মাঝে গরম হয়ে যায়।

এমন পরিস্থিতিতে ফোনের ব্যাটারি আঁটসাঁট পকেটে রাখলে ফুলে ও ফেটে যাওয়ার আশঙ্কা বাড়ে। শুধু তাই নয়, পেছনের পকেটে ফোন রাখলে আরও বেশ কয়েকটি সমস‍্যা হতে পারে।

বসার সময় বা বসে থাকলে ফোন পড়ে যাওয়ার বা স্ক্রিন ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। হাঁটার সময় ফোন পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। এছাড়া পেছনের পকেট থেকে ফোন চুরি করাও চোরদের জন্য সহজ।

ফোনটি প্যান্টের সামনের পকেটে রাখতে হবে। এটি ফোনে কম চাপ দেয় এবং এটি নিরাপদ থাকে। এছাড়া ব্যাগে ফোন রাখাই সবচেয়ে নিরাপদ। এতে ফোন নিরাপদ থাকে এবং চুরির ঝুঁকিও কমে।

মির্জ সাইমা

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:২০ ভোর
যোহর ১২:১৩ দুপুর
আছর ০৪:১২ বিকেল
মাগরিব ০৫:৫১ সন্ধ্যা
এশা ০৭:০৫ রাত

বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫