মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২


গুগল ক্রোমের দাম কত হতে পারে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত:২৯ এপ্রিল ২০২৫, ১১:২১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বিশ্বের অন্যতম জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোমের সম্ভাব্য মূল্য ৫০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন ডাকডাকগো সার্চ ইঞ্জিনের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যাব্রিয়েল ওয়েইনবার্গ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) অ্যান্টিট্রাস্ট মামলায় গুগলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

ডিওজেতে তিন সপ্তাহব্যাপী চলমান মামলার শুনানিতে ওয়েইনবার্গ জানান, গুগল ক্রোমের বাজারমূল্য ৫০ বিলিয়ন ডলারের বেশি হতে পারে। তার মতে, এতো উচ্চ মূল্য ডাকডাকগোর মতো গোপনীয়তাবান্ধব প্রতিষ্ঠানগুলোর ক্রয়ক্ষমতার বাইরে।

তিনি ব্যাখ্যা করেন, এই অনুমান মূলত ক্রোমের বিশাল ব্যবহারকারী সংখ্যা বিশ্লেষণ করে করা হয়েছে।

ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের বিশ্লেষক মানদীপ সিং বলেছেন, ক্রোমের সম্ভাব্য বিক্রয় মূল্য ২০ বিলিয়ন ডলারের বেশি হতে পারে। তবে এত উচ্চমূল্যের কারণে গুগল নতুন ক্রেতা খুঁজতে সমস্যায় পড়তে পারে।

মামলার বিচারক অমিত মেহতা রায় দিয়েছেন, গুগল ইন্টারনেট সার্চ মার্কেটে অবৈধভাবে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এখন আদালত সিদ্ধান্ত নেবে, গুগলের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি আইনজীবীদের দাবি, গুগলকে ক্রোম ব্রাউজার বিক্রি করতে বাধ্য করা উচিত।

বিশ্বের দুই জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ওপেনএআই ও পারপ্লেক্সিটি ইতিমধ্যে জানিয়েছে— যদি গুগল ক্রোম বিক্রির জন্য উন্মুক্ত হয়, তারা এটি কিনতে আগ্রহ প্রকাশ করবে।

বিশেষজ্ঞদের মতে, গুগল ক্রোমের মালিকানা বদল হলে, তা ওয়েব ব্রাউজিং ইকোসিস্টেমে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৭ ভোর
যোহর ১১:৫৬ দুপুর
আছর ০৪:৩২ বিকেল
মাগরিব ০৬:৩০ সন্ধ্যা
এশা ০৭:৪৬ রাত

মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫