শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১


টিপস

ফেসবুক মেসেঞ্জার থেকে স্টোরিজ ডিলিট করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত:৩১ আগষ্ট ২০২৪, ১০:৩১

ফাইল ছবি

ফাইল ছবি

অনেকেই ফেসবুক নানান ধরনের স্টোরি পোস্ট করেন। এটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কখনো কখনো এই স্টোরি ডিলিট করারও প্রয়োজন হয়। কিন্তু অনেকেই জানেন না কীভাবে স্টোরি ডিলিট করতে হয়। জানুন বিস্তারিত।

ফেসবুক থেকে স্টোরি ডিলিট করা খুব সহজ। এই কাজটি করার কৌশল জেনে রাখা কিন্তু একটা বিষয় নিশ্চিত করে। আর সেটা হল - ব্যবহারকারী তার কন্ট্যাক্টসের সঙ্গে কী শেয়ার করছেন, এর উপর তাঁর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

অনেক সময় ভুলবশত স্টোরিতে কিছু আপলোড হয়ে গেলে তা ডিলিট করতে হয়।

ধরা যাক, কেউ ভুল করে স্টোরিতে কিছু পোস্ট করেছেন, এবার সেটি ডিলিট করতে চাইছেন তিনি। বা কোনও ব্যবহারকারী নিজের টাইমলাইন থেকে কোনও স্টোরি রিমুভ করতে চাইছেন, সেক্ষেত্রে তার কী করণীয়? অর্থাৎ সেই স্টোরি ডিলিট করার উপায় কী? বলে রাখা ভালো যে, এই উপায় বড়ই সহজ। তাহলে ধাপে ধাপে জেনে নেওয়া যাক ফেসবুক থেকে স্টোরি ডিলিট করার সেই সহজ পদ্ধতি।

নিজের ডিভাইসে প্রথমেই ফেসবুক অ্যাপটি খুলতে হবে। এবার নিজের প্রোফাইলে প্রবেশ করতে বাম দিকের কোণায় থাকা প্রোফাইল পিকচারের উপর আঙুল ছোঁয়াতে হবে।

এরপর নিজের স্টোরিগুলোর মধ্যে স্ক্রল করতে হবে। ব্যবহারকারী যে স্টোরিটি ডিলিট করতে চাইছেন, সেটিকে খুঁজে বের করতে হবে।

ব্যবহারকারী যে স্টোরিটি ডিলিট করতে চাইছেন, সেটির উপর ট্যাপ করে হোল্ড করে থাকতে হবে। একটি মেন্যু ভেসে উঠবে। সেখানে ডিলিট অথবা রিমুভ-এর অপশন দেখা যাবে। সেখান থেকেই বেছে নিতে হবে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৪ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ০৪:১১ বিকেল
মাগরিব ০৫:৫৪ সন্ধ্যা
এশা ০৭:০৭ রাত

শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪